বদরগঞ্জে টানা বৃষ্টিতে সাড়ে তিন হাজার হেক্টর জমির ধান তলিয়ে গেছে

হাজী মারুফ রংপুর বুরে‌্যা অফিস :
টানা চারদিনের বর্ষণে রংপুরের বদরগঞ্জে সাড়ে তিনহাজার হেক্টর জমির রোপা আমন পানিতে তলিয়ে গেছে। এ ছাড়াও নিম্নাঞ্চলগুলো পাবিত হয়ে বসতবাড়িতে পানি ওঠেছে।
উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী উদ্ভিদ সংরণ কর্মকর্তা কনক চন্দ্র রায় জানান, গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টা পর্যন্ত উপজেলার রামনাথপুর ইউনিয়নের ফলিমারীর দোলা, মধুপুরের দুর্বাআছড়ি, ধুমকুড়ি, লোহানীপাড়ার চরেয়ার বিল, মহিষখোঁচা, পোৗরসভার মন্ডপাড়া, চাপড়ার দোলা, গোপালপুরের নান্দিনার দোলাসহ বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল পাবিত হয়ে তিনহাজার ২৫০ হেক্টরের রোপা আমন তে তলিয়ে গেছে। গত বুধবার থেকে টানা বৃষ্টিতে ওই সমস্যার সৃষ্টি হয়েছে।

গতকাল শনিবার চাপড়ারদোলা এলাকায় সরেজমিন গিয়ে দেখা গেছে, সেখানে অন্তত দেড়’শ একরের রোপা আমন তে সম্পূর্ণরূপে পানিতে তলিয়ে গেছে। এ সময় কৃষক মজিবর রহমান (৪৮) রাস্তায় দাঁড়িয়ে তার নিমজ্জিত আমন তে দেখছিলেন। তিনি বলেন, ‘খুব কষ্ট হচ্ছে। তিনবিঘার রোপা আমন েেত অনেক টাকা খরচ করে সাতদিন আগে সার, কীটনাশক সবই দিয়েছি। এখন তা পানির নিচে। জানি না ভাগ্যে কি আছে।’
তবে ওই উপসহকারি উদ্ভিদ সংরণ কর্মকর্তা বলেন, ‘রোপা আমন তে ৪-৫ দিন পানিতে তলিয়ে থাকলেও তেমন কোন তি হবে না। বরং বৃষ্টিপাত বন্ধ হয়ে পানি দ্রুত নেমে গেলে ওই েেতর উপকার হবে। তবে বন্যা সহিষ্ণু ব্রি ধান ৫১ ও ৫২ তলিয়ে থাকলেও কোন তি হবে না।’
অপরদিকে উপজেলার যমুনাশ্বরী, চিকলী, করতোয়া ও ঘৃনই নদের পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রংপুরে ১৯১.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
    


পুরোনো সংবাদ

রংপুর 6433728965694976159

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item