দীর্ঘ এক মাসেও সন্ধান মেলেনি রংপুরের নিখোঁজ মানসিক রোগী মোরশেদার

হাজী মারুফ রংপুর বুরে‌্যা অফিস :
রংপুরের নিখোঁজ মানসিক রোগী মোরশেদা বেগমের (২৭) দীর্ঘ এক মাসেও কোন সন্ধান পাওয়া যায়নি। গত ১৫ জুলাই বদরগঞ্জ উপজেলা থেকে সে নিখোঁজ হয়ে যায়। এদিকে দীর্ঘ এক মাসেও মাকে কাছে না পেয়ে প্রায় খাওয়া-দাওয়া ছেড়ে দিয়ে শয্যাশায়ী হয়ে পড়েছে তার একমাত্র কন্যা সন্তান আয়শা সিদ্দিকা (৫)। 

জানা যায়, উপজেলার জামুবাড়ি ডাক্তারপাড়ার বিষ্ণপুর পাইকাড়পাড়ার আলতাফ হোসেনের স্ত্রী মানসিক রোগী মোরশেদা বেগম গত ১৫ জুলাই দুপুরে তার কন্যা আয়শা সিদ্দিকাকে বাড়িতে রেখে বদরগঞ্জের দিকে যায়। পরবর্তীতে সে আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন সকল আত্মীয়-স্বজন ও সম্ভাব্য স্থানে অনেক খোঁজাখুঁজি করেও মোরশেদার কোন সন্ধান পায়নি। এ ব্যাপারে বদরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। নিখোঁজ মোরশেদার গায়ের রং শ্যামলা, মুখ-মন্ডল গোলাকার, উচ্চতা ৫ ফিট ২ ইঞ্চি, নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল সবুজ রংয়ের সেলোয়ার-কামিজ। যদি কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে রংপুর মহানগরীর আলমনগরস্থ বরকতিয়া খানকা শরীফের গদিনসিন শাহ্ আহমেদ ছাইদ আহমাদী আফতাবী পীর সাহেবের ০১৭১১-৪৮৭৪৯৪ নম্বর মোবাইল ফোনে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো

পুরোনো সংবাদ

রংপুর 3670142089874566997

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item