পাগলাপীরে ৪০ দিনের কর্মসৃজন প্রকল্প ৩৮ দিনেই সম্পন্ন বাকি ২ দিনের পৌনে ৩ ল টাকা চলে গেল ফেরত

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধি: রংপুর সদর উপজেলার পাগলাপীর হরিদেবপুর ইউনিয়নে দারিদ্র বিমোচন কর্মসূচীর আওতায় ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের টাকা উপকার ভোগীদের মাঝে বিতরণ করা হয়েছে  ৩৮ দিনের। ফলে এ নিয়ে ইউনিয়নের অসহায় দরিদ্র শ্রমিকের মাঝে বিরাজ করছে হতাশা ও চাপা ােভ বলে অভিযোগ উঠেছে। অপর দিকে এ বিষয়ে অত্র ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেনের সঙ্গে কথা হলে তিনি জানান, আমাদের ইউনিয়নে ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পটি দেরিতে শুরু হয়।
ফলে সরকারের নির্ধারিত সময় সীমা ২৫ শে জুনের মধ্যে কাজ শেষ করতে না পারায় বাকী ২ দিনের প্রায় পৌনে ৩ ল টাকা ফেরত পাঠাতে হয় সরকারের কোষাগারে। অবশ্য জব কার্ডে তাই উল্লেখ করা হয়েছে এবং সকল শ্রমিকরাও সকলেই অবগত রয়েছেন। তাই বাকী ২ দিনের কাজ না হওয়ার জন্য আমরা সাবেক বর্তমান জনপ্রতিনিধিরা দায়ী। অবশ্য একই অবস্থা পাশের ইউনিয়ন চন্দনপাট, সদ্যপুষ্করীনিতে ঘটেছে। জানাগেছে পাগলাপীর হরিদেবপুর ইউনিয়ন দারিদ্র বিমোচন কর্মসুচীর আওতায় ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের বরাদ্দ পান ৬৮০ টি কার্ড। জন প্রতিকাডর্  ধারী নারী পুরুষ শ্রমিকরা তাদের মজুরী হিসেবে পেয়েছেন ২ শ টাকা।

পুরোনো সংবাদ

রংপুর 6944133141126662169

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item