হারাগাছে নিজ পুকুরে মাছ ধরতে গিয়ে প্রতিবেশীর হামলার স্বীকার ব্যবসায়ী ও তার পরিবার

হাজী মারুফ রংপুর বুরে‌্যা অফিস :

কাউনিয়া উপজেলার হারাগাছে পূর্ব শক্রতার জের ধরে প্রতিবেশীকে হত্যার উদ্দেশ্যে হামলা, কুপিয়ে জখম ও চিকিৎসা বন্ধে অবরুদ্ধের মতো পাশবীয় ঘটনা ঘটেছে। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারের পক্ষে মোঃ আশরাফুল আলম বাদী হয়ে ৬ জনকে আসামি করে কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং- ০৩/১২৬, তারিখ-০৩/০৭/১৫ ইং।

মামলা সুত্রে জানা যায়, উপজেলার হারাগাছ পৌরসভার সারাই আমবাগান গ্রামে গত ১ জুলাই আশরাফুল তাদের নিজ পুকুরে মাছ ধরতে গেলে প্রতিপক্ষরা এতে বাধা দেয়। এর প্রতিবাদ করলে আশরাফুলকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে ওই প্রতিবেশীরা। পরে স্থানীয় লোকজন আশরাফুলকে তাদের বাড়িতে পাঠিয়ে দেয়। অতঃপর আশরাফুল বাড়িতে আসার পর প্রতিপক্ষরা পরিকল্পনা করে ধারালো ছোড়া, দা, কুড়াল, লোহার রড, লাঠি ইত্যাদি অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে এবং তাদের লোকজনসহ বাড়ির সামনে গিয়ে চিৎকার, গালিগালাজ, বাড়ির গেটে লাথি মেরে বের হতে বলে। এ সময় আশরাফুলের বড় ভাই হারুন বাড়ির বাইরে এলে প্রতিপক্ষরা তাৎক্ষনিক তার উপর হামলা চালায় এবং হত্যার উদ্দেশ্যে তার গলা চেপে ধরে। এক পর্যায়ে আশরাফুলের পরিবারের লোকজন হারুনকে বাচাঁতে এগিয়ে এলে প্রতিপক্ষরা তাদের উপরও হামলা চালায়। প্রতিপক্ষরা তাদের সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে হারুনের পুত্র ও ভাতিজা রিয়াদ ও সজীবের মাথায় হত্যার উদ্দেশ্যে আঘাত করে। ফলে তারা দু’জনেই গুরুতর আহত হয়। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। এ সময় প্রতিপক্ষরা তাদের ভারাটে লোকজন আশরাফুলসহ তার পরিবারের আহত সদস্যসহ সকলকে অবরুদ্ধ করে রাখে। স্থানীয় লোকজনের সহায়তায় স্থানীয় চিকিৎসক দিয়ে আহতদের প্রাথমিক চিকিৎসা করানো হয়। পরে আহতদের অবস্থার অবনতি হলে গভীর রাতে এলাকাবাসীর সহায়তায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আহত রিয়াদ ও সজীবের অবস্থা আশংকাজনক। এ ব্যাপারে গত ৩ জুলাই কাউনিয়া থানায় মামলা দায়ের করা হলে প্রতিপক্ষ ও তাদের সন্ত্রাসি বাহিনী মামলার বাদিসহ তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। বর্তমানে প্রতিপক্ষরা আশরাফুল ও তার ভাইয়ের বাড়িতে রাতের অন্ধকারে হামলা, ঢিল, অস্ত্র প্রদর্শন চালিয়ে যাচ্ছে। সন্ত্রাসিদের হুমকিতে পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বাদিসহ তার পরিবার। এ ব্যাপারে কাউনিয়া থানার ওসি মোঃ রেজাউল করিম জানান, ঘটনার প্রেক্ষিতে থানায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তদন্ত কর্মকর্তা এসআই রিয়াজুল ইসলাম জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। কাউনিয়া উপজেলা চেয়ারম্যান মাহফুজার রহমান (মিঠু) ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন । 

পুরোনো সংবাদ

রংপুর 2220075930411363697

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item