রানীশংকৈল থেকে নিখোজ হওয়া তুলা ব্যবসায়ী রবিউল গুরুত্বর জখম অবস্থায় রংপুর থেকে উদ্বার

হাজী মারুফ রংপুর বুরে‌্যা অফিস :

ঠাকুরগায়ের রানীশংকৈল থেকে প্রায় ৯ মাস আগে উপজেলার জেলখানা পাড়ার আঃ ওহাবের ছেলে তুলা ব্যবসায়ী রবিউল নিজ বাসা থেকে রাতে হঠাৎ নিখোজ হয়। নিখোজ হওয়ার পর গত ৪ জুলাই বিভাগীয় শহর রংপুর থেকে তাকে গুরুতর জখম অবস্থায় উদ্বার করে রানীশংকৈল থানা পুলিশ। উদ্বার করে রংপুরে প্রাথমিক চিকিৎসা শেষে ৫ জুলাই রানীশংকৈলে নিয়ে আসে পুলিশ।  তবে এ উদ্বার অভিযান নিয়ে প্রশাসনের প্রতি মিশ্র প্রতিক্রয়া রয়েছে বলে অভিভাবক ও এলাকাবাসীর অভিযোগ।
পারিবারিক সুত্রে জানা যায়, রবিউল তুলার কাজ শিখে বেলাল নামে এক তুলা ব্যবসায়ীর কাছে সে দীর্ঘদিন কাজ শিখে নিজে সে ব্যবসায়ীর দোকান থেকেই একটু দুরে দোকান দেয় এতে তুলা ব্যবসায়ী বেলালের কেনা বেচা কমে যায়। তুলা ব্যবসায়ী বেলাল তখন একাধিকবার তুলা ব্যবসায়ী রবিউলকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল এর মধ্যেই হঠাৎ রবিউল নিজ বাসার শয়ন কক্ষ থেকে নিখোজ হয়। এরপর সে একবার মোবাইল ফোনে ফোন দিয়ে বলে তার বাবা যেন তার দোকান বন্ধ করে দেয়, না হলে তার সমস্যা আছে। তখন কার্যত এই কাজের সন্দেহের তীর চলে যায় তুলা ব্যবসায়ী বেলালের উপর । এর পর রবিউলের বাবা আঃওহাব বাদী হয়ে তুলা ব্যবসায়ী বেলালসহ ৩জনকে বিবাদী করে রানীশংকৈল থানায় একটি মামলা করে যে মামলায় আসামী ধরতে পুলিশ প্রশাসন গুড়িমুসি করে পরে স্থানীয় রাজনৈতিক নেতাদের চাপে আসামী ধরে জেল হাজতে প্রেরন করে । এবং কিছুদিন পর আসামীদ্বয় জামিনে মুক্ত হয়ে আসে। তবে এর মধ্যে নিখোজ রবিউলকে উদ্বারের নাটক বেশ কয়েকবার হয়েছে আসামী বেলালের তথ্য অনুযায়ী তাতে কোন লাভ হয় নি। সর্বশেষ এলাকাবাসীর চাপে উপায়ন্তর না পেয়ে বেলাল উদ্বারের আগে কাউকে না জানিয়ে নিজেই বিভাগীয় শহর রংপুরে যাই । এবং সেখান থেকে রবিউলকে পাওয়া গেছে মর্মে খবর দেয়  রানীশংকৈল থানা পুলিশকে। পুলিশ গিয়ে তাকে গলায় এবং বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত প্রাপ্ত গুরুত্বর জখম অবস্থায় রবিউলকে নিয়ে আসে রানীশংকৈলে। এ নিয়ে রানীশংকৈলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রবিউল এখন রানীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ব্যাপারে এ মামলার আয়ু এ এস আই রেজওয়ান বলেন, তাকে উদ্বার করা হয়েছে সে অস্থুস্থ স্বুস্থ হলে তার সাথে কথা বলে মূল রহস্য বের করা হবে। 

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 5528613567443562825

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item