অযতœ আর অবহেলায় পড়ে আছে ডালিয়া পানি উন্নয়নবোর্ডের যন্ত্রাংশ গুলো

হাজী মারুফ রংপুর বুরে‌্যা অফিস : 

নীলফামারীর ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের তিস্তা ব্যারেজ এলাকায় কোটি কোটি টাকার যন্ত্রাংশ পরিত্যক্ত অবস্থায় দিনের পর দিন অযতœ আর অবহেলায় পড়ে আছে। সংস্কারের অভাবে এ সব যন্ত্রাদি মরিচা ও খোলা আকাশের নিচে পড়ে থাকায় নষ্ট হয়ে যাচ্ছে।
বুধবার দুপুরে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের দোয়ানী লালমনিরহাট এলাকার প্রধান গুদাম ঘর,স্টোর কামট্রেজার,যান্ত্রিক কারখানা অপারেশন ও ওয়ার্কশপের ভিতর ও বাইরে নষ্ট হচ্ছে সরকারী গাড়ী,যন্ত্রপাতি সহ  পরিত্যক্ত আবাসিক এলাকা। জানা যায় এরশাদ সরকারের আমলে ডালিয়া তিস্তা ব্যারেজ প্রকল্পটি নির্মান কাজের সময় ব্যাবহারের জন্য এ সব যন্ত্রাংশ বিদেশ থেকে কোটি কোটি টাকা খরচ করে আমদানি করা হয়। পাশে তৈরি করা হয় আবাসিক এলাকা। কিন্তু এ সব যন্ত্রপাতি ব্যবহার না করার কারনে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। আবাসিক এলাকার যে গুলো ঘর ভালো আছে বহিরাগত লোকজন এসে দখল করে নিচ্ছে। আর এসব জিনিষ নস্ট হওয়ায় সরকারের ক্ষতি হচ্ছে  কোটি কোটি টাকা। এবং ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের ব্যারেজ প্রকল্পের দোতলার কন্ট্রোল রুমের সুইচ গুলো দীর্ঘ নষ্ট। এ বিষয়ে কথা বলার জন্য কর্তৃপক্ষের অফিসে গেলে কাউকে পাওয়া যায়নি।

পুরোনো সংবাদ

নীলফামারী 3196517459259605305

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item