সৈয়দপুর শহরে প্রতিমা ভাংচুরের প্রতিবাদে হিন্দু সম্প্রদায়ের বিক্ষোভ মিছিল স্মারক লিপি প্রদান

আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টারঃ
হিন্দু সম্প্রদায়ের একটি পরিবারের উপর হামলা ও প্রতিমা ভাংচুরের প্রতিবাদে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবীতে নীলফামারীর সৈয়দপুর শহরে বিােভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। বুধবার বেলা তিনটার দিকে মুষলধারে হওয়া বৃষ্টি উপেক্ষা করে বিােভ মিছিলটি শহর প্রদনি করে। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সৈয়দপুর শাখার সভাপতি রাজকুমার পোদ্দার। পরে বিােভকারীরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন।  এসময় পূজা উদযাপন পরিষদের সেক্রেটারী রঞ্জন রায়সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অভিযোগে মতে মাত্র ষোল শতক বিরোধপূর্ন জমির বাঁশ কাটতে বাঁধা দেয়ায় ২০ জুন সকালে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া পালপাড়া গ্রামে এক সংখ্যালঘু পরিবারের উপর হামলা চালায় প্রতিপ মতিয়ার রহমান ও তার সন্ত্রানী বাহিনী। এ ঘটনায় আহত হয় মৃত কৃষ্ণ চন্দ্র পালের স্ত্রী শান্তি বালা (৬৫), তার দুই পুত্র হারাধন পাল (৩০) ও নৃপেন চন্দ্র পাল (২৭)। এ সময় হামলাকারীরা ওই সংখ্যালঘু পরিবারের বাড়ির মন্দিরের মহাদেব, রাধাকৃষ্ণ ও শিবলু ঠাকুরের ৫টি প্রতিমা ভাংচুর করে। আহতদের সৈয়দপুর ১শ’ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সেখানে চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সৈয়দপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, নৃপেন চন্দ্র রায় বাদী হয়ে হামলাকারী মতিয়ার রহমান সহ ১২ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 7408072291594185130

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item