ডোমারে আদালতে মামলা করায় প্রতিপরে অত্যাচারে ১টি পরিবার বাড়ী ছাড়া।

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী)প্রতিনিধি>>
নীলফামারী ডোমারে আদালতে মামলা করায় নিরাপত্তাহীনতায় ভূগছে রাজুর পরিবার। প্রতিপরে অত্যাচারে বাড়ী ছাড়া। ঘটনাটি ঘটেছে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মিরজাগঞ্জ রেল ষ্টেশন পাড়া গ্রামে। অভিযোগ সুত্রে যানাযায়, উক্ত গ্রামের মৃত নজির হোসেনের পুত্র আব্দুর রাজ্জাক রাজুর সাথে চাচাতো ভাইয়ের সন্তান সাবেক চেয়ারম্যান মৃত ডাঃ আব্বাছ আলীর পুত্র জিকরুল হক সম্রাট, রাজু ও রেজার জোতজমা নিয়ে দির্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
এরই ধারবাহিকতায় গত ২৬/০৬/২০১২ইং তারিখ বিকালে বিবাদীগণ লাঠি, ছোরা, লোহার রড সহ দেশীয় আস্ত্রে সজ্জিত হয়ে রাজুর বাড়ীতে অনাধিকার প্রবেশ করে সন্ত্রাসী হামলা চালায়। অতর্কিত ভাবে মারপিট করে রাজুর স্ত্রী লিনা আক্তারকে বেধর মারপিট করে পেটে লাথি মারে। আশংখ্যা জনক অবস্থায় দেবীগঞ্জ হাসপাতালে ভর্তি করালে লিনার গর্ভের ৪ মাসের সন্তানের গর্ভপাত ঘটে বলে ডাক্তার জানায়। এবিষয়ে লিনা বাদী হয়ে নীলফামারী চিফজুডিশিয়ার ম্যাজিষ্ট্রেট আদালতে ৩০/০৭/১২ তারিখে ৯৬/১২ মামলা দায়ের করে। এতে করে বিবাদীগণ আরো প্তি হয়ে উঠে। মামলা চলাকালীর অবস্থায় গত ০৯/০৪/২০১৫ তারিখে গাছের সুপারী পাড়াকে কেন্দ্র করে আবারো লাঠি, ছোরা, বল্লম হাতে নিয়ে রাজুর বাড়ীতে সন্ত্রাসী হামলা চালায় এবং বাড়ী ভাংচুর করে। রাজুকে মারার উদ্দ্যেশ্যে ধাওয়া করলে রাজু পালিয়ে রা পায়। সেই থেকে রাজু বাড়ীতে আসতে পাচ্ছে না বিভিন্ন আত্বীয়ের বাড়ীতে রাত কাটাচ্ছে। এমনকি রাজুর স্ত্রী, সন্তান ও মাকেও বিভিন্ন ধরনের হুমকি ধামকি ভয়ভীতি দেখীয়ে আসছে বিবাদীগণ। তাদের অত্যাচারে রাজুর পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছে বলে অভিযোগ করেন ভূক্তভূগিরা। এবিষয়ে রাজু ডোমার থানায় একটি সাধারণ ডায়রী করে ডায়রী নং ৭২১, তারিখ ১৬/০৪/১৫ইং। সম্রাট, রাজু ও রেজার অত্যাচারে বাড়ী ছাড়া পরিবরটি মানুষের দ্বারে দ্বারে ঘুড়ছে বিচারের আশায়। কবে তাদের নিজ বাড়ীতে যেতে পারবে সেই অপোয় মানেবেতর জীবন যাপন করছে তারা। বিষয়টি আশু সমাধানে কর্তৃপরে হস্তপে কামনা করেন রাজুর পরিবার।  

পুরোনো সংবাদ

নীলফামারী 4587743054306657327

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item