অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় চরম জ্বালিয়াতি ও অনিয়মের অভিযোগে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্র জোটের ধর্মঘট ॥ একাডেমিক ভবনে তালা ॥ প্রক্টরের নেতৃত্বে পুলিশের সহায়তায় তালা ভেঙ্গে ফেলা হয়েছে ॥

হাজী মারুফ,রংপুর ব্যুরো॥ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্র জোটের ডাকা মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ধর্মঘট বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নেতৃত্বে পুলিশ এসে একাডেমিক ভবন গুলোতে ঝুলিয়ে দেয়া তালা ভেঙ্গে ফেলেছে।
অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় জ্বালিয়াতির ওএমআর শীট বাতিল ,ভর্তি জ্বালিয়াতদের শাস্তি ও ফলাফল পুনঃমুল্যায়নের দাবিতে বিশ্বদ্যিালয় শাখা প্রগতিশীল ছাত্র জোট ধর্মঘটের ডাক দেয়।

এর আগে সকালে ধর্মঘটের সমর্থনে প্রগতিশীল ছাত্র জোটের নেতা কর্মীরা ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিশ্ববিদ্যালয়ের সবগুলো একাডেমিক ভবনের প্রধান গেটে তালা ঝুলিয়ে দিয়ে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।
সকাল ১০ টার দিকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড, শাহিনুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ এসে ঝুলিয়ে দেয়া তালা ভেঙ্গে ফেলে। এ সময় ছাত্র জোটের কর্মীদের সাথে প্রক্টরের কথা কাটাকাটি হয়। এ সময় প্রক্টর ভর্তি পরীক্ষায় অনিয়ম সম্পর্কে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ দায়িদের চিহ্নিত করে শাস্তি প্রদান করবেন বলে আশ্বাস দেন। তিনি ছাত্র জোট কর্মীদের ধর্মঘট প্রত্যাহারের আহবান জানালে ৭ দিনের মধ্যে দৃশ্যমান তদন্ত শুরু করার আলটিমেটাম দিয়ে বেলা ১১ টায় তাদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করার ঘোষনা দেয় ছাত্রজোট ।  এ ব্যাপারে ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব আহাম্মেদ নাসির জানান প্রক্টরের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তাদের ধর্মঘট কর্মসূচি স্থগিত করা হয়েছে।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 7603638875781539498

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item