ডোমারে কূখ্যাত ছানোয়ার ডাকাতের ছেলে রাজু সহ ডাকাত দলের সদস্য গ্রেফতার

আনিছুর রহমান মানিক
ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ- নীলফামারীর ডোমারে কূখ্যাত ছানোয়ার ডাকাতের ছেলে রাজু সহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। ২৬ মে সকালে ডোমার থানার এসআই মজনু মিয়া ও এএসআই রউফ মন্ডলের নেতৃত্বে পঞ্চগড় জেলার পুলিশকে সাথে নিয়ে ডাকাত দলের অন্যতম সদস্য ডোমার ছোট রাউতা কলেজ গেইট এলাকার ঈসমাই হেসেনের পুত্র  সোহেল(১৮)কে গ্রেফতার করেছে পুলিশ।
উল্যেখ্য গত ২৪মে রাতে পঞ্চগড় জেলার বোদা থানা মাড়েয়া রাঙ্গামাটি এলাকায় ডাকাতি করার প্রস্তুতি চলাকালীন অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে বোদা থানা পুলিশ তাদের গ্রেফতার করতে গেলে। তারা পুলিশকে ল করে তীর,বল্লম নিপে করে। পরে পুলিশ ধাওয়া করে ডাকাত দলের সর্দার সহ ৩ জনকে আটক করে। এসময় তাদের দলের ৪ সদস্য পালিয়ে যায়। আটক কৃতরা হলেন,পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা এলাকার মৃত ছানোয়ার ডাকাতের ছেলে সর্দার রাজু আহম্মেদ(২৮)নীলফামারী জেলার ডোমার উপজেলার পশ্চিম বোড়াগাড়ী চান্দিনা পাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে জুয়েল ইসলাম(২৪) ও একই উপজেলার পশ্চিম চিকনমাটি মোল্লা পাড়া এলাকার আব্দুল হকের ছেলে শাহিন ইসলাম(২১) কে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে প্রচুর মরিমানে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। থানা সুত্রে জানাযায়,মৃত ছানোয়ার ডাকাতের পুত্র রাজু ও রাজিবের বিরুদ্ধে মোটর সাইকেল চুরি,ছিনতাই,ডাকাতি সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ছানোয়ার ডাকাতের মৃত্যুর পর তার ছেলে রাজু আহম্মেদ ও রাজিব তাদের দলবল মিলে তার বাবার কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে এলাকাবাসী জানায়। 

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item