ডোমারে কৃষকদের মনে নেই আনন্দ, মুখে নেই হাসি।

আবু ছাইদ, চিলাহাটি (নীলফামারী) প্রতিনিধি ঃ নীলফামারী জেলার ডোমার উপজেলার ১০ টি ইউনিয়নের কৃষকরা বোরো ধান আবাদ করে তাদের উৎপন্নের খরচই তুলতে পারছে না বলে জানা যায়। বর্তমানে বাজারে ধান বিক্রি করে লোকসান গুনতে হচ্ছে তাদের। কৃষকরা জানায়, প্রতি কেজি ধানে তাদের লোকসান গুনেতে হচ্ছে ২ থেকে ৪ টাকা। তাই কৃষকদের মনে নেই কোন আনন্দ মুখে নেই হাসি। কৃষকরা সংবাদদাতাকে জানান, বর্তমান সরকার কৃষকদের কাছে ধান ক্রয়ের কথা বললেও আজো ধান ক্রয় শুরু করেনি।
এই ভরা মৌসুমে শত কষ্টে ভরা উৎপন্ন করা ধান বাজারের মহাজন, পাইকার ফরিয়াদের কাছে প্রয়োজনের তাগিতে বিক্রি করতে গিয়ে লোকসান গুনতে হচ্ছে। উপজেলার প্রতিটি কৃষক ন্যায্য মূল্যে তাদের ধান ক্রয়ের দাবী তুলেছেন। এতে করে কৃষকরা মহাজন, ফড়িয়া, পাইকারদের কাছ থেকে বাঁচবে। উপজেলার ভোগডাবুরী ইউনিয়নের কয়েকজন কৃষক বলেন, ধান আবাদ করে কি লাভ ধান বিক্রি করে সার, তেল, ঔষধ, বীজ, কামলা কৃষাণদের টাকা পরিশোধই হয় না। একই এলাকার আরো কয়েকজন কৃষক জানান, হাতে কোন টাকা না থাকায় এনজিও থেকে ঋণ করে ধান আবাদ করি। মনে করেছিলাম ধান বিক্রি করে ঋণ পরিশোধ করবো । কিন্তু ধানের দাম ৪৫০ থেকে ৫২০ টাকা পর্যন্ত মন হওয়ায় সার, তেল, কীটনাশক সহ কামলা কৃষাণ দিতেই আরো ঋণ করতে হচ্ছে। কিভাবে যে ঋণ পরিশোধ করবো তার কুল কিনারা পাইতেছি না। কৃষকদের কাছে আলাপ করে জানা যায়, ভরা মৌসুমে ধানের দাম কম হওয়ায় কৃষকরা উৎপাদন খরচ তুলতে পারছে না। গত বছরের তুলনায় এবারে প্রতি ক্ষেত্রে সার তেল কীট নাশক সহ প্রতিটি কৃষি উপকরণ এবং কৃষাণের মুজুরী বেশী হওয়ার কারনে বোরো চাষে কৃষকদের খরচ বেড়েছে। প্রতি মণ ধান উৎপন্ন করতে কৃষকদের খরচ হয়েছে ৬৪০ টাকা, আর বিক্রয় হচ্ছে সর্বোচ্চ ৫২০ টাকা। এতে করে  প্রতিমণ ধানে কৃষকদের লোকশাস গুনতে হচ্ছে ১২০ টাকা। কৃষকদের ভাষ্য, বর্তমান সরকার কৃষকদের পাশে সার্বক্ষনিক থাকবে বললেও সার, কীট নাশক সহ কৃষিপন্ন আনুষাঙ্গিক জিনিমের দান বাড়িয়ে কৃষকদের উৎপদিত কৃষি পন্নের দাম কমিয়ে লোকসানের মুখে ঠেলে দিচ্ছে। সরকারী ভাবে ধান ক্রয় না করায় হাটে পাইকার ফড়িয়া ও মধ্যস্বত্ব লোভী মহাজনরা ধান ক্রয় করছে। হাট বাজার এখন ফড়িয়াদের দখলে রয়েছে বলে কৃষকরা জানান। কৃষকরা সরকারের কাছে জোর দাবি তুলে ধরেছেন যে কৃষকদের কাছে ন্যায্য মুল্যে ধান ক্রয় করতে।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item