সচেতনায় ৩০ মিনিটের মানববন্ধনে থমকে ছিল নীলফামারী

প্রভাষক,আবু ফাত্তাহ্ কামাল (পাখি) স্টাফ রির্পোটার॥  লাখো মানুষের অংশগ্রহনে মানববন্ধনের মাধ্যমে থমকে দাঁড়িয়েছিল নীলফামারী ৩০ মিনিট। গোটা জেলার ৬টি উপজেলা, ৪টি পৌরসভা ও ৬০টি ইউনিয়ন পর্যায়ের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান,ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী আবাল বৃদ্ধ বনিতাসহ সর্বস্তরের মানুষ  ব্যানার ও ফেস্টুন হাতে দাঁড়িয়ে পড়েছিল জেলা ,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল সড়কের ধারে।নীলফামারী জেলা প্রশাসক জাকীর হোসেনের উদ্যোগে নারী নির্যাতন ও যৌতুক প্রতিরোধ, বাল্যবিবাহ নিরোধ, শিশু শ্রম
প্রতিরোধ, নারীর মতায়ন, শতভাগ স্কুলে ভর্তি, ঝড়েপড়া রোধ, মাদক নিরোধসহ সামাজিক সকল অবয় রোধে সচেতনতা সৃষ্টিতে রবিবার সকাল সাড়ে ১০টা থেকে  ৩০ মিনিটের এই মানববন্ধন নীলফামারী জেলাবাসীর কাছে ইতিহাস সৃষ্টি করেছে।
জেলা শহরের চৌরঙ্গী মোড়ের স্বাধীনতা অম্লান স্মৃতি সৌধ্য কে মানববন্ধনের কেন্দ্র ধরে ডোমার-ডিমলা-জলঢাকা-কিশোরীগঞ্জ ও সৈয়দপুর উপজেলার সড়ক দিয়ে প্রতিটি উপজেলা পরিষদ, পৌরসভা,ইউনিয়ন পরিষদ এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে শান্তিপ্রিয় এই মানববন্ধন অনুষ্ঠিত হয় । বিশাল এ মানববন্ধনে ঘড়ির কাঁটা ১০টা ছুঁতেই এই সচেতনায় রাস্তায় নেমে হাতে হাত ধরে দাঁড়িয়ে পড়ে প্রায় ১০ লাখ মানুষ । এ সময় রিকশা, অটো, মোটরবাইক,বাস ,ট্রাক পিক আপ ও ব্যক্তিগত চলন্ত পরিবহনের চাকাও থেমে যায়। যাত্রীরাও নেমে রাস্তার পাশে দাঁড়িয়ে পড়ে। পথচারিদেরও পথচলা থমকে যায়। দোকানিরা বেচাবিক্রি বন্ধ রেখে নেমে আসে এই মানববন্ধনে। ৩০ মিনিটের মানববন্ধন শেষে জেলা প্রশাসক জাকীর হোসেন তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন আমরা সাধারন জনগনের কাছে সচেতনতা বৃদ্ধি করতে এবং এ জেলাকে সকল অবিচার অন্যায় থেকে রক্ষা করতে নিজেরাই যাতে সত্যেষ্ঠ হতে পারি এই আলোকে আন্তর্জাতিক নারী দিবসে এই ব্যাতিক্রম ধর্মী ৩০ মিনিটের মানববন্ধন জেলা জুড়ে আয়োজন করা হয়। এতে করে নারী নির্যাতন ও যৌতুক প্রতিরোধ, বাল্যবিবাহ নিরোধ, শিশু শ্রম প্রতিরোধ, নারীর মতায়ন, শতভাগ স্কুলে ভর্তি, ঝড়েপড়া রোধ, মাদক নিরোধসহ সামাজিক সকল অবয় রোধের সচেতনাতার ম্যাসেস  জেলা জুড়ে ছড়িয়ে দেয়া হলো।# ছবি ক্যাপসন,নীলফামারীঃ সচেতনা সৃষ্টির লক্ষ্যে রবিবার ৩০ মিনিটের জেলা ব্যাপী বিশাল মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জাকীর হোসেন

পুরোনো সংবাদ

রংপুর 7934807060993110196

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item