নীলফামারীতে শান্তির পক্ষে সিপিবির মিছিল

প্রভাষক,আবু ফাত্তাহ্ কামাল (পাখি) স্টাফ রির্পোটার॥  জামায়াত শিবিরের রাজনীতি বন্ধের দাবি এবং সহিংসতা দুর করে শান্তির পক্ষে নীলফামারীতে মিছিল করেছে জেলা সিপিবি। রবিবার বেলা  সাড়ে ১১টার দিকে স্থানীয় কালিবাড়ি মোড় থেকে মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে স্বাধীনতা স্মৃতি অম্লান চত্তরে পথসভা করে।
এসময় জেলা সিপিবির সভাপতি শ্রীদাম দাসের সভাপতিত্বে বক্তৃতা দেন সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, সিপিবি নেতা নূরুজ্জামান জোয়ারদার, ইউনূস, প্রিন্স চাকলাদার, উদাস রায়, মনি শিং, আনোয়ার হোসেন, প্রাণ কুমার রায়, খন্দকার মোহাম্মদ হানিফ প্রমুখ।বক্তারা দাবি করে বলেন, গত ৬০ দিনে ২০ দলীয় জোটের হরতাল অবরোধে নিয়হত হয়েছে ১১৬ জন। এর মধ্যে পেট্রল বোমার আগুনে পুড়ে ৮৫ জন ও গণপিটুনী এবং ক্রসফায়ারে নিহত হয়েছে ৩১ জন। পেট্রলবোমাসহ বিভিন্ন সহিংসতায় আহত হয়েছে এক হাজারেরও বেশী। অগ্নিসংযোগ ও ভাঙচুরের শিকার হয়েছে এক হাজার দুইশ যানবাহন। অপুরণীয় ক্ষতি  হয়েছে কৃষি, ব্যবসা ও শিল্প কলখানায়। স্বৈরচার, রাজাকার ত্যাগ করে আলোচনার মাধ্যমে সংকট সমাধানে সরকার এবং ২০ দলীয় জোটের নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান বক্তারা

পুরোনো সংবাদ

রংপুর 119546830833980740

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item