নীলফামারীতে মিঠু হত্যা মামলার আসামী গ্রেফতার

বিপিএমজয়,কিশোরগঞ্জ প্রতিনিধি(নীলফামারী)  চাঞ্চল্যকর মিঠু(১৮) হত্যা মামলার দুই নম্বর পলাতক আসামী জাহানুর (২৭) কে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার রাতে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার কেল্লাবাড়ি থেকে  ওই আসামী কে গ্রেফতার করা হয়।জানা যায় ২০১৪ সালের ১৩ জুন রাতে টাকা লেনদেন কে কেন্দ্র করে ওই উপজেলার মাগুড়া ইউনিয়নের দক্ষিণ সিংগেরগাড়ী গ্রামের শাহ আহম্মেদ হোসেনের পুত্র  শাহ গোলাম মোর্শেদ মিঠু(১৮) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
।এ ঘটনায় হত্যার শিকার মিঠুর বড় ভাই শাহ গোলাম মোস্তফা বাদী হয়ে নামীয় ৮ জন ও  অজ্ঞাত নামা ১৫/২০ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে( মামলা নম্বর ৬ তারিখ ১৪ জুন/২০১৪)। ঘটনার সময়  এলাকাবাসী  আব্দুল খালেকের পুত্র প্রধান আসামী রুবেলকে ঘটনাস্থলে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছিল। সেই থেকে ওই আসামী কারাগারে রয়েছে।  বাকী আসামীরা পলাতক থাকার পর সম্প্রতি মামলার নামীয় দুই নম্বর আসামী আসামী জাহানুর(২৭)  গোপনে এলাকায় আসে।এ অবস্থায়  শনিবার রাত ৯টার সময় চাঁদখানা ইউনিয়নের কেল্লাবাড়ী বাজারে অবস্থিত মনি সর্দারের বাড়িতে আতœগোপনে থাকা ওই  আসামীকে গ্রেফতার করে পুলিশ। তাকে রবিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।  কিশোরীগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুরোনো সংবাদ

রংপুর 743861078829073472

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item