ডোমারেরবামুনিয়া ইউনিয়নে বিয়ে করতে এসে প্রতারক প্রেমিক আটক।

আনিছুর রহমান মানিক
ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারী ডোমারে বিয়ে করতে এসে প্রতারক প্রেমিককে আটক করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে উপজেলার বামুনিয়া ইউনিয়নের বারোবিশা বামুনিয়া(লালবাজার) জামাল পাড়া গ্রামে। সরেজমিনে জানাযায়,উক্ত গ্রামের বাবুল হোসেনের কন্যা ইতি আক্তার (২০)দির্ঘদিন ধরে নীলফামারী উত্তরা ইপিজেটে চাকুরী করে আসছে। গত ৬মাস পূর্বে রংপুর মিঠাপুকুর উপজেলার জাংরাবাদ পাচঁগাছি গ্রামের মকবুল হোসেনের পুত্র আশরাফুল ইসলামের সাথে মোবাইল ফোনে পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে প্রেম ভালবাসায় জড়িয়ে পড়ে দুজনেই। আশরাফুল ইতির প্রেমের টানে ইপিজেট এলাকায় চালকল মিলে চাকুরী নেয়। দুজনে প্রায় দেখা সাৎার
করায় তাদের প্রেম আরো গভীরে পৌছে।আশরাফুল ইতিকে তার বাড়ীর ভূল ঠিকানা দিয়ে অবিবাহিত বলে জানায়। গত ২৭মার্চ ইতির বাড়ীতে এসে বিয়ের করবে বলে প্রস্তাবদেয়। সংশিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য  স্বপন ও এলাকাবাসী তার বাড়ীর ঠিকানা জানতে চাইলে মিথ্যা ঠিকানা দেয়। আশরাফুলের বাড়ীর মোবাইল নম্বর চাইলে দিতে অস্বীকার করে বলে আমার বাড়ীতে কারো মোবাইল নেই। চেয়াম্যান মেম্বারের নম্বর চাইতে চাপ সৃষ্টি করায়  সে দূতপালিয়ে যাওয়ার চেষ্ট চালায়। স্ববপন মেম্বার ও এলাকাবাসী তাকে দৌড়ে আটক করে। বেধেঁ রেখে উত্তম মধ্যম প্রদান করে। শেষে তার মোবাইলে বাড়ীর নম্বর পাওয়া যায় তার বাড়ীতে কথা বলার পড়ে তার স্ত্রী ও ২টি কন্যা সন্তান আছে বলে যানা যায়। গত ১০ বছর পূর্বে সে বিয়ে করে আশরাফুলের স্ত্রী তানজিনার সাথে কথা হয় সে জানান,তার স্বামী আশরাফুল একজন লম্পট ও চরিত্রহীন  বিভিন্ন এরাকায় সে এর আগেও এ ধরণের ৪টি ঘটনা ঘটিয়েছে। সাড়াদিন অপোর পরেও তার বাড়ীর লোকজন না আসায় স্বপন মেম্বার তাকে আবারো উত্তম মধ্যম দিয়ে সন্ধ্যার আগে বামুনিয়া ইউপি চেয়ারম্যান মনোরঞ্জনকে বলে তাকে ছেড়ে দেয়া হয়।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item