নীলফামারীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

প্রভাষক,আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টারঃ॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার  নীলফামারীর সকল মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলার ৬ উপজেলায় পৃথক ভাবে জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসকের পক্ষে এই সংবর্ধনা প্রদান করা হয়। জেলা শহরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস,এ এম রফিকুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জাকীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের
প্রশাসক এ্যাডঃ মমতাজুল হক, পুলিশ সুপার জোবায়েদুর রহমান, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী জেলা কমান্ডার ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন, সদর সার্কেল সফিকুল ইসলাম, প্রবীন আওয়ামী লীগ নেতা এ্যাডঃ জোনাব আলী, সাবেক যুগ্ন সচিব আমিনুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলিমুদ্দিন বসুনিয়া সহ অতিথিবৃন্দ। অনুষ্ঠানে অসহায় মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের মধ্যে সম্মানী হিসাবে ক্রেষ্ট ,চেক ও বস্ত্র বিতরণ করা হয়। অন্যদিকে  জেলা ডিমলা,ডোমার,জলঢাকা,কিশোরীগঞ্জ ও সৈয়দপুর উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। ডোমার ও ডিমলা উপজেলার সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  নীলফামারী ১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, জলঢাকায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। এ ছাড়া অন্যান্য উপজেলায় স্ব-স্ব উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তাগন প্রধান ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।  সভাপতিত্ব করেন স্ব স্ব উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারগন।

পুরোনো সংবাদ

রংপুর 2777055386647055263

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item