পার্বতীপুরে মাঠ জুড়ে সবুজের সমারোহ লক্ষ্য মাত্রার চেয়ে বেশী জমিতে বোরো আবাদ


এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ


দেশের উদ্বৃত্ত খাদ্য ভান্ডার দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় কৃষি ক্ষেত্রে অপার সম্ভাবনাময় এবং বিশেষ করে ধান উৎপাদনে উদ্বৃত্ত এই উপজেলার মাঠে মাঠে এখন সবুজের সমারোহ। অবারিত দৃষ্টি জুড়ে শুধুই বোরো আবাদের ক্ষেত। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি বোরো মওসুমে এই উপজেলায় নির্ধারিত লক্ষ্য মাত্রার চেয়ে অধিক পরিমাণ জমিতে বোরো আবাদ হয়েছে।


কৃষি সম্প্রসারন অধিদপ্তরের পার্বতীপুর উপজেলা কৃষি অফিসার রাকিবুজ্জামান খান জানান, এ বছর বোরো উৎপাদনের লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছিল ২২ হাজার ৩শ' ৭০ হেক্টর জমিতে। কিন্তু  সেখানে কৃষকরা তাঁদের ২২ হাজার ৬শ' ৯০ হেক্টর জমিতে বোরো আবাদ করেছেন। লক্ষ্য মাত্রার চেয়ে ৩শ' ২০ হেক্টর বেশী জমিতে এবার বোরো আবাদ হয়েছে। বাজার মূল্য ভালো পাবার আশায় কৃষকরা বোরো আবাদে বেশী আগ্রহী হয়েছেন।


পার্বতীপুর উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত মাঠ পরিদর্শন সহ কৃষকদের বিভিন্ন ভাবে সহযোগিতা করা হচ্ছে। উপজেলা কৃষি অফিসার রাকিবুজ্জামান খান বলেন,প্রাকৃতিক দূর্যোগ না হলে এবারে বোরো ধানের রেকর্ড পরিমাণ ফলন হবে বলে আশা করা হচ্ছে। 


পুরোনো সংবাদ

দিনাজপুর 2607998864097560047

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item