সুন্দরগঞ্জ বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
https://www.obolokon24.com/2022/04/death.html
নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের উত্তর কালিরখামার গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে সুমন মিয়া নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে। সুমন ওই গ্রামের আশেক আলীর ছেলে।
জানা গেছে, সোমবার রাতে কালবৈশাখী ঝড়ের কারনে সুমনদের বাড়ির বিদ্যুৎ লাইনের সাথে শয়ন ঘরের টিনের ঘর্ষণের সৃষ্টি হয়। এতে করে টিনের চালে বিদ্যুতের সংযোগ ঘটে। বিষয়টি অজানা শর্তে সুমন ঘরের টিনের চাল মেরামত করার জন্য টিন স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ইউপি চেয়ারম্যান মনোয়ার আলম সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন বিদ্যুৎস্পৃষ্টে সুমনের মৃত্যু হয়েছে। থানার সেকেন্ড অফিসার এসআই রাফায়েত হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এনিয়ে থানায় ইউটি মামলা হয়েছে।