পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে নীলফামারীতে সাংবাদিকদের দুই দিনের প্রশিক্ষণ শুরু


নীলফামারী প্রতিনিধি॥
নীলফামারীতে শুরু হয়েছে পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধে প্রতিবেদন তৈরীতে সাংবাদিকদের দুই দিনের প্রশিক্ষণ। মঙ্গলবার(২৯ মার্চ) সকাল ১০টার দিকে শহরের উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রে ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। গণমাধ্যম ও উন্নয়ন যোগাযোগ সংগঠন ‘সমষ্টি’ প্রশিক্ষণের আয়োজন করে। উক্ত কর্মশালায় দুই জেলার ২৫ জন সাংবাদিক অংশ গ্রহন করছে।

এসময় সমষ্ঠির পরিচালক ও চ্যানেল আই’র সিনিয়র নিউজ ইডিটর মীর মাসরুর জামানের সভাপতিত্বে বক্তৃতা দেন গ্লোবাল হেলথ এভোকেসির কানট্রি লিড রুহুল কুদ্দুস, কমনিকেশন ম্যানেজার সারওয়ার-ই আলম, সমষ্টির রিসার্স এন্ড কমনিকেশন পরিচালক রেজাউল হক, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববী প্রমুখ।

প্রশিক্ষণের সূচনায় পানিতে ডুবে দেশে শিশুমৃতুর একটির পরিসংখ্যান তুলে ধরা হয়। এসময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক প্রতিবেদনের (২০১৪ সালের) উদ্ধৃতিতে জানানো হয়,  বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী শিশুমৃত্যুর ৪৩ শতাংশের মৃত্যু হয় পানিতে ডুবে। অপরদিকে যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অফ হেলথ মেট্রিক এন্ড ইভালুয়েশনের ২০১৭ সালে প্রকাশিত গ্লোবাল বারডেন অব ডিজিজ স্টাডি শীর্ষক প্রতিবেদনের সূত্রে জানানো হয় ২০১৭ সালে ১৪ হাজার ২৯ জন মানুষ পানিতে ডুবে মারা যান। যা কমনওয়েল্থ দেশ সমূহের মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম।

এমন মৃত্যুরোধে সাধারণ মানুষের সচেতনতা সৃষ্টিতে গণমাধ্যম কর্মীদের প্রতিবেদন তৈরীর কৌশল নিয়ে আলোচনা হয় ওই প্রশিক্ষণে।

দ্বিতীয় দিনে আগামীকাল বুধবার(৩০ মার্চ) মাঠ পরিদর্শণ ও অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে বিকালে সমাপ্ত হবে প্রশিক্ষণটি। # 


পুরোনো সংবাদ

নীলফামারী 1999297333962474063

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item