সৈয়দপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ




তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

অমর ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন উপজেলা সম্মেলন কক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করে।

 সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শামীম হুসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা  পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসানের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেহেনা ইয়াসমীন, পৌর আওয়ামী  লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম ও বীরমুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান (বীরপ্রতীক) প্রমূখ।

 আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, আওয়ামী লীগ নেতা প্রকৌশলী একেএম রাশেদুজ্জামান রাশেদ, উপজেলা প্রকৌশলী এমএম আলী রেজা রাজু, উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদীসহ প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ জামে মসজিদে মিলাদ-মাহফিল ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।                                       


পুরোনো সংবাদ

নীলফামারী 6260148392542428946

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item