নীলফামারীতে পাসের হার ৯৩.২৩ভাগ, এগিয়ে মেয়েরা


নীলফামারী প্রতিনিধি॥
উচ্চ মাধ্যমিকে (এইএসসি) নীলফামারীতে শতকরা পাস করেছে ৯৩.২৩ভাগ পরীক্ষার্থী। জেলার ১২হাজার ৯৩৩জনের মধ্যে যেখানে পাস করে ১২ হাজার ৫৮জন। পাসকৃতদের মধ্যে জিপিএ পাঁচ পেয়েছে ১হাজার ৭’শ জন। বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক তোফাজ্জুর রহমান। তবে পাসের ক্ষেত্রে এগিয়ে রয়েছে মেয়েরা। ছেলেরা ৯২.৩৫জন পাস করলেও মেয়েরা পাস করেছে ৯৪.০৯ভাগ। ছেলেদের ৬৩৩৯জন পরীক্ষার্থীর মধ্যে পাস করে ৫৮৫৪ জন এরমধ্যে ৮০৬জন জিপিএ পাঁচ এবং মেয়েদের ৬৫৯৪জন পরীক্ষার্থীর মধ্যে পাস করে ৬২০৪জন এরমধ্যে জিপিএ পাঁচ পায় ৮৯৪জন। 

এদিকে নীলফামারীর দুটি সরকারী কলেজের মধ্যে ভালো করেছে নীলফামারী সরকারী কলেজ। 

অধ্যক্ষ দিদারুল ইসলাম জানান, ৭০৯জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৬৭৭জন পাস করে। এরমধ্যে জিপিএ পাঁচ পেয়েছে ৩০১জন। যেখানে পাসের হার ৯৫.৪৯ভাগ। 

এদিকে নীলফামারী সরকারী মহিলা কলেজ থেকে পাস করেছে শতকরা ৯০.৫০ ভাগ। আর জিপিএ পাঁচ পেয়েছে ৬১জন। অধ্যক্ষ ওবায়দুল আনোয়ার জানান, ৬২১জন এখান থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে পাস করে ৫৬২জন। # 


পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 1411570633250580901

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item