ইউপি নির্বাচনে নীলফামারীতে আঃলীগ বিদ্রোহীদের জয়জয়কার


স্টাফ রিপোর্টার,নীলফামারী।

চতুর্থ ধাপে রবিবার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত নীলফামারীর ডিমলা উপজেলার ৭টি ও সৈয়দপুর উপজেলার ৫টি সহ ১২টি ইউনিয়নে ভোটের ফলাফলে তিনটিতে আওয়ামীলীগ, একটিতে জাকের পার্টি, ৬টিতে আওয়ামী লীগ বিদ্রোহী ও ২টি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা জয় পেয়েছেন। রবিবার রাতে ভোট গননা শেষে বেসরকারি ভাবে বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষনা করেন সংশ্লিষ্ট রির্টানীং অফিসারগন। 

সুত্র মতে, ডিমলা উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে দুটিতে আওয়ামীলীগ প্রার্থী এবং ৩টিতে আওয়ালীগ বিদ্রোহী ও ২ জন স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

নির্বাচিতদের মধ্যে ডিমলা সদর ইউনিয়নে আবুল কাশেম সরকার (নৌকা) ও পশ্চিম ছাতনাই ইউনিয়নে আনোয়ারুল হক সরকার (নৌকা), পুর্ব ছাতনাই ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী অধ্যক্ষ আব্দুল লতিফ সরকার (আনারস), নাউতারা ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রেহী আহমেদ ইমতিয়াজ মনি (আনারস) খালিশা চাপানি ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী শহিদুজ্জামান সরকার(ঘোড়া),ঝুনাগাছ চাপানি ইউনিয়নে স্বতন্ত্র একরামুল হক চৌধুরী (ঘোড়া), বালাপাড়া ইউনিয়নে স্বতন্ত্র জাহেদুল ইসলাম (আনারস) বিজয়ী হয়েছেন।

 সৈয়দপুর উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে একটিতে আওয়ামীলীগ, একটিতে জাকের পার্টি ও বাকি তিনটিতে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।এদের মধ্যে বাঙ্গালীপুর ইউনিয়নে আওয়ামীলীগের শাহজাদা সরকার(নৌকা), কাশিরাম বেলপুকুর ইউনিয়নে জাকের পার্টির নাঞ্চু হাসান চৌধুরী(গোলাপ ফুল) ও তিনটি ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী যথাক্রমে কামারপুকুর ইউনিয়নে আনোয়ার হোসেন সরকার(মটর সাইকেল), খাতা মধুপুর ইউনিয়নে মাসুদ রানা পাইলট(মটরসাইকেল)ও বোতলাগাড়ি ইউনিয়নে মনিরুজ্জামান জুন(ঘোড়া) নির্বাচিত হন।#

পুরোনো সংবাদ

নীলফামারী 4312661093536644695

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item