জলঢাকায় উপজেলা আ'লীগের বর্নাঢ্য বিজয় র্যালি ও আলোচনা সভা
মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, স্বাধীনতার ৫০ বছর উদযাপন ও মুজিব শতবর্ষ উপলক্ষে নীলফামারীর জলঢাকা উপজেলায় বিজয় র্যালি করেছে উপজেলা আ’লীগ। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেলের নেতৃত্বে একটি বিশাল বিজয় র্যালি ডালিয়া রোড সৈনিক লীগ কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নব-নির্বাচিত চেয়ারম্যান এবং ইউনিয়ন আ’লীগের সভাপতি সম্পাদকের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী বিজয় র্যালি নিয়ে সৈনিক লীগ কার্যালয়ে সমবেত হয়। এসময় নেতাকর্মীদের আগমনে মিছিলের নগরীতে পরিনত হয় জলঢাকা পৌরশহর।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর এহচান চানু, অধ্যাপক মোফাজ্জল হক, যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন, মোহনেন্দু রায়, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক, অধ্যক্ষ জাহেদ আলী, দেলোওয়ার হোসেন, দপ্তর সম্পাদক ও কাঠালী ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন, ইউপি চেয়ারম্যান হামিদুল ইসলাম, ধর্মপাল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান তাহের উদ্দিন, চেয়ারম্যান প্রানজিৎ রায় পলাশ, রবিউল ইসলাম লিপন, পৌর আ'লীগের সাংগঠনিক সম্পাদক শ্রমিক নেতা এমদাদুল হক, কৃষকলীগ নেতা রুহাত ফারুক, পৌর যুবলীগের আহবায়ক নজমুল কবীর মুকুল, যুগ্ম আহবায়ক লাভলুর রশীদ, যুবলীগ নেতা শাহান কবীর শাহিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাদিউজ্জামান হাদি, সাধারন সম্পাদক আজম সরকার প্রমুখ। এছাড়াও উপজেলা, পৌর, ইউনিয়ন আ’লীগসহ এর অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় দলে বিভেদ সৃষ্টি কারী সহ বিএনপি জামাতের ষড়যন্ত্র মোকাবেলা করার আহবান জানান বক্তারা।