শারদোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার বিতরন


মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ তহবিল থেকে শারদীয় দুর্গাপুজা উপলক্ষে নীলফামারীর বিভিন্ন পুজা মন্ডবে চেক বিতরন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সন্ধায় নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের বিন্যাকুড়ি বিকেবি সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে জেলার ১ শত ৪৭টি মন্দিরে ৬ লাখ ৬৮ হাজার টাকার চেক বিতরন করেন সন্মানিত ট্রাস্টি (নীলফামারী, পঞ্চগড় ও কুড়িগ্রাম অঞ্চল) রংপুর বিভাগ ও জেলা আ'লীগের মহিলা বিষয়ক সম্পাদক ববিতা রানী সরকার। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক বাবু রতন কুমার রায়, বিকেবি সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি স্বদেশ চন্দ্র সরকার, বকুল সরকার, পিযুষ সরকার, প্রদীপ সরকার, নিবাস সরকার ও মৃনাল সরকার প্রমুখ। এর আগে তিনি পঞ্চগড় জেলার ১শত ২৭ টি মন্দিরে ৩ লাখ ৩৫ হাজার টাকা ও কুড়িগ্রাম জেলার ১শত ৭টি মন্দিরে ২ লাখ ৭৮ হাজার টাকার চেক বিতরণ করেন। এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধর্মের মানুষের পাশে দাড়িয়ে নিরলসভাবে কাজ করে চলেছে। তার বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ বিশ্বের বুকে মাথা উচু করে দাড়িয়েছে। এছাড়াও তিনি সরকারের গঠনমূলক আলোচনা করার আহবান জানান। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় রংপুর বিভাগের ৩ জেলায় ১২ লাখ ৮১ হাজার টাকার চেক বিতরন করা হয়।

                                                                

পুরোনো সংবাদ

নীলফামারী 3894336226380368730

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item