নীলফামারীতে চক্ষু চিকিৎসা কেন্দ্রের উদ্বোধনী দিনে ৫০ চক্ষুরোগি বিনামূল্যে চিকিৎসা পেলেন


নির্ণয়,নীলফামারী॥
নীলফামারীতে ভিশন সেন্টার নামে দরিদ্র চক্ষু রোগীদের একটি চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন হয়েছে।  বুধবার(১৩ অক্টোবর/২০২১) বেলা ১২টার দিকে শহরের গাছবাড়ী এলাকায় ওই কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। 

এসময় তিনি বলেন, ‘এ অঞ্চলের মানুষের জন্য এটি একটি আনন্দের খবর। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের এ সেবা কার্যক্রম মানুষকে সহায়তা করবে। বিশেষ করে চক্ষু রোগীরা নির্দিষ্ট এই কেন্দ্রে এসে প্রয়োজনীয় পরামর্শ এবং পরীক্ষা-নিরিক্ষা করে যথাযথ চিকিৎসা সেবা নিতে পারবেন।’ 

দিনাজপুরের গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের পরিচালনায় ওই কেন্দ্রটি চালু করা হয়। উদ্বোধনী দিনে এলাকার ৫০জন দরিদ্র চক্ষু রোগীকে বিনামুল্যে চিকিৎসা পত্র দেওয়া হয়

উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান চিকিৎসক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী, সিভিল সার্জন মো. জাহাঙ্গীর কবির, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাফিজুর রশীদ মঞ্জু, নীলফামারী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মুজিবুল হাসান চৌধুরী শাহীন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান প্রমুখ।

বিএনএসবি আই হসপিটালের সাধারণ সম্পাদক চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী বলেন, এই সেণ্টারের মাধ্যমে প্রতি বছর ৬০ জন করে দরিদ্র চক্ষু রোগীর বিনা মুল্যে ছানি অস্ত্রপচার করা হবে। এছাড়া ৫০ টাকা ফি জমা দিয়ে এই কেন্দ্র থেকে টেলি কনফারেন্সের মাধ্যমে বিএনএসবি হসপিটাল থেকে রোগীদের চিকিৎসা পত্র দেওয়া হবে। সরকারি ছুটির দিন ছারা সব দিন এ কেন্দ্র খোলা থাকবে। #


পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 4485695732541830241

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item