গাইবান্ধায় বিএনপি নেতা গ্রেফতার


নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: 

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুলিশের উপর হামলার ঘটনার মামলায় বিএনপি’র সাধারণ সম্পাদক বাবুল আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। বাবুল আহমেদ বিএনপি’র সুন্দরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও মৃত আব্দুল খালেকের ছেলে।। সুন্দরগঞ্জ থানা সূত্রে জানা যায়, ২৬ জুলাই সোমবার দুপুরে বিএনপি নেতা বাবুল আহমেদকে আদালতে পাঠানো হয়। এরআগে ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুন্দরগঞ্জ পৌরসভার পূর্ব-বাইপাস মোড় সংলগ্ন বাড়ি থেকে বাবুল আহমেদকে গ্রেফতার করা হয়। গত ২৬ মার্চ সুন্দরগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা নিয়ে বিএনপি’র ২ গ্রুপে সংঘর্ষ বাঁধে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে নেতা-কর্মীরা পুলিশের উপর হামলা চালায়। এতে ৪ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় এসআই জাহাঙ্গীর আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এছাড়াও বেলকা ইউনিয়ন বিএনপি’র সভাপতি সানোয়ার হোসেন ওরফে বড় বাবু এর পক্ষে তার ভাই সুন্দরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি সারোয়ার হোসেন ওরফে ছোট বাবু বাদী হয়ে আরও একটি মামলা করেন। দুই মামলার প্রধান আসামী বিএনপি নেতা বাবুল আহমেদ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সেলিম রেজা বলেন, গত ২৬ মার্চের ঘটনায় পৃথক ২টি মামলার প্রধান আসামী বাবুল আহমেদ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক।


পুরোনো সংবাদ

নির্বাচিত 8580304799793309976

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item