চিলাহাটিতে মুজিববর্ষ উপলক্ষ্যে দুস্থ পরিবারের জন্য ঘর নির্মাণ


এ.আই.পলাশ,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী জেলার ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কামারপাড়া এলাকায় মুজিববর্ষ উপলক্ষ্যে দুস্থ পরিবারকে ঘর নির্মান কাজের উদ্বোধন হয়েছে। শনিবার সকাল ১০ টার দিকে শুভ উদ্বোধন করেন, ভোগডাবুরী ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বকুল। এ সময় উপস্থিত ছিলেন, ভোগডাবুরী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আতাউর রহমান, চিলাহাটি প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল হোসেন মঞ্জু, সম্পাদক আশরাফুল হক কাজল, সিনিয়র সাংবাদিক এ.আই.পলাশ সহ স্থানীয় গণ্যমান্য সুধি ব্যক্তিগণ। ভোগডাবুরী ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বকুল বলেন,“বর্তমান আওয়ামীলীগ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের দৃষ্টিকোণে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত তিনি নজরে রেখেছেন। সবসময় তিনি নিম্নআয়ের পরিবারগুলোর খোঁজখবর নিয়ে থাকেন। সেই জন্যই আজ গ্রামের অসহায় মানুষ হাসিনা সরকারের জন্য দোয়া করে। প্রত্যেক পর্যায়ের মানুষ যাতে সব সুযোগ-সুবিধা পায় সেইদিকে লক্ষ্য রেখে দেশের প্রতিটি স্থানের অসহায় ও দুস্থ পরিবারের মানুষদের বসবাস জন্য পাকাঘর তৈরী করে দিচ্ছেন।' উল্লেখ্য, প্রতিটি ঘর নির্মানের জন্য বরাদ্দ ১ লক্ষ ৭১ হাজার টাকা।


পুরোনো সংবাদ

নীলফামারী 6137060053505517189

অনুসরণ করুন

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item