কিশোরীগঞ্জে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
মো: শামীম হোসেন বাবু,কিশোরগঞ্জ(নীলফামারী)সংবাদদাতা:
নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার বড়পুলের মোকা হতে বাহাগিলি ইউনিয়ন পরিষদ পর্যন্ত দুই কিলোমিটার পাকা সড়কটি সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ শনিবার(১২ জুন/২০২১) দুপুরে ইউনিয়নটির বাসিন্দারা ওই ভাঙ্গা সড়কের ধারে দাড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন করে। এ সময়তারা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানায়।
মানবন্ধনে অংশ নেওয়া উত্তর দুড়াকুটি গ্রামের বাসিন্দা লায়ন মিয়া, মশিয়ার রহমান, জামান মিয়া, লিপটন মিয়াসহ অনেকেই বলেন, ঠিকাদার দুই বছর আগে সড়কটি কাজ বন্ধ রেখে চলে গেছে। অথচ কর্তৃপক্ষ কোন ব্যাবস্থা গ্রহন করছেনা। আমরা খুব তাড়াতাড়ি সড়কটি সংস্কারের দাবি জানাচ্ছি।উপজেলা এলজিইডি সুত্রে জানা গেছে, গত ২০১৮-১৯ অথবছরে কিশোরীগঞ্জ বড়পুলের মোকা হতে বাহাগিলি ইউনিয়ন পরিষদ যাওয়ার রাস্তার ময়দানের পাড় পর্যন্ত এক কিলোমিটার সড়ক সংস্কারের জন্য প্রায় এক কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। টেন্ডারের মাধ্যমে কাজটি পায় শাহ আনোয়ার এন্টার প্রাইজ।
উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) আব্দুর রউফ এ ব্যাপারে সাংবাদিকদের বলেন, সড়কটির কাজ খুব দ্রুত শুরু করার জন্য ঠিকাদারকে পত্র দেয়া হয়েছে। কাজ শুরু না করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। #