সৈয়দপুরে গণপরিবহন চালুর দাবিতে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ


তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

গণপরিবহন চালুর দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা। রবিবার (২ মে) সারাদেশে মতো  নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক  ইউনিয়নের আয়োজনে সৈয়দপুরে ওই কর্মসূচি পালন করা হয়েছে।

 বেলা ১১টায় সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন ট্রাফিক পুলিশ সিগন্যাল এলাকায় ওই বিক্ষোভ কর্মসূচি করেছে তারা। বিক্ষোভ চলাকালে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে।

 এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন নীলফামারী জেলা মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক কার্যকরী সভাপতি মো. হারুন অর-রশিদ, সাবেক সহ-সভাপতি  মো. দেলোয়ার হোসেন বাবলু, সাবেক সাধারণ সম্পাদক  মো. আলতাফ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মমতাজ আলী, সাবেক দপ্তর সম্পাদক মো. এফাজ উদ্দিন সরকার, নীলফামারী জেলা মাইক্রোবাস পিকআপ ও কার শ্রমিক ইউনিয়ন উপকমিটির সম্পাদক  মো. মানিক মিয়া, শ্রমিক নেতা  মো. সাইদুল ইসলাম ও ড্রাইভার মো. মাসুদ প্রমূখ।

 পরিবহন শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে গণপরিবহন চালুকরণ ছাড়াও তিন দফা দাবি জানানো হয়েছে। তাদের  দাবিগুলো হচ্ছে, চলমান লকডাউনে শ্রমিককে আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান এবং বাস টার্মিনাল এলাকায় ১০ টাকা কেজি দরে শ্রমিকদের নিকট চাল বিক্রির ব্যবস্থা করতে হবে।

পরে পরিবহন শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের নিয়ামতপুরস্থ সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার সড়কসমূহ প্রদক্ষিণ করে। এতে বিপুল সংখ্যক  সড়ক পরিবহন শ্রমিক অংশ নেন।                      


পুরোনো সংবাদ

নীলফামারী 2738982584931710663

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item