সুন্দরগঞ্জে ড্রেজার মেশিন জব্দ


নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: 

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে জমিদাতার ৫০ হাজার টাকা জরিমানা, ২টি ড্রেজার মেশিন ও প্রায় দুই হাজার মিটার পাইপ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।  ১৩ এপ্রিল মঙ্গলবার বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত অভিযানে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামাল গ্রামের একটি পুকুরের পাশ থেকে ২টি ড্রেজার মেশিন ও পাইপ জব্দ করা হয়। বালু উত্তোলনের জন্য জমি দেয়ার অপরাধে একই গ্রামের মৃত আব্দুর রহিম মিয়ার স্ত্রী নারগিস বেগমের ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ অভিযান পরিচালনা করেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ বলেন, 'অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে অভিযান করে ২টি ড্রেজার ও প্রায় দুই হাজার মিটার পাইপ জব্দ করা হয়েছে। এছাড়াও বালু উত্তোলনের জন্য জমি দেয়ার অপরাধে এক নারীর ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 


পুরোনো সংবাদ

নির্বাচিত 3812148772323614194

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item