সৈয়দপুরে রেলওয়ে শ্রমিক লীগ নেতা আব্দুর রশিদ সরকারের ইন্তেকাল


তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 রেলওয়ে শ্রমিক লীগ সৈয়দপুর কারখানা শাখার সাবেক সভাপতি আব্দুর রশিদ সরকার বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।

বুধবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় মরহুমের গ্রামের বাড়ি উপজেলার কামারপুকুর ইউনিয়নের কুজিপুকুরে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে শহরের দারুল উলুম মাদ্রাসা মাঠে বেলা ১১ টায় দ্বিতীয় জানাজার নামাজ শেষে তাকে হাতিখানা কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত জানাজার নামাজে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

তাঁর মৃত্যুতে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন,পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম, রেলওয়ে শ্রমিক লীগ সৈয়দপুর কারখানা শাখার সভাপতি মো. নুরুল ইসলাম,  হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, রেলওয়েম্যান্স অবসরপ্রাপ্ত কল্যাণ সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন বাঙ্গালী,  সামাজিক সংগঠন প্রত্যাশা ’ ৮৬ এর সভাপতি মো. আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক শেখ শহীদুল হক, প্রচার সম্পাদক টিকেন্দ্রজিৎ রায় মীরু, সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি আমিনুল হক ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন লুতু প্রমূখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

প্রসঙ্গত,আব্দুল রশিদ সরকার ছিলেন সৈয়দপুর শহরের বঙ্গবন্ধু সড়কের কৃষক বন্ধু এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মো. রবিউল ইসলাম লিটন ও হাজারীহাট স্কুল এন্ড কলেজের প্রভাষক রোকসানা পারভীনের বাবা এবং কামারপুকুর ডিগ্রী কলেজের গণিত বিষয়ের সিনিয়র প্রভাষক মো. আব্দুর রাজ্জাক এর শ^শুর।                                                     


পুরোনো সংবাদ

নীলফামারী 8050802442435152254

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item