চিলাহাটি ফায়ার স্টেশনের অপারেশনাল কার্যক্রম শুরু


নির্ণয়,নীলফামারী॥
অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে নীলফামারীর চিলাহাটি ফায়ার স্টেশনে।  রবিবার(৪ এপ্রিল/২০২১) দুপুরে নীলফামারী ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন।

এর আগে ২০১৮ সালের ১লা নবেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিলাহাটি ফায়ার স্টেশনের নতুন  ভবনের উদ্বোধন করেছিলেন। ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম এর সভাপতিত্বে অপারেশন কার্যক্রম সুচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রংপুরের উপ-পরিচালক(ভারপ্রাপ্ত) অহিদুল ইসলাম, দফতরের নীলফামারীর উপ-সহকারী পরিচালক আমিরুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী তৌহিদুজ্জামান ।


চিলাহাটি ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার(ভারপ্রাপ্ত) মোজাম্মেল হক জানান, ভুগর্ভস্থ পানির আয়রণ বেশী থাকায় এটি চালু করা সম্ভব হচ্ছিলনা। সেই সমস্যা কাটিয়ে তুলে  অপারেশনাল কার্যক্রম শুরু হলো। ইতোপুর্বে ডোমার থেকে এই এলাকায় অপারেশনাল কার্যক্রম পরিচালিত করা হচ্ছিল। #


পুরোনো সংবাদ

হাইলাইটস 105872729139593706

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item