প্রবীণ এ্যাডভোকেট হবিবুর রহমান আর নেই


এ.আই.পলাশ.চিলাহাটি প্রতিনিধিঃ
নীলফামারী জেলার ডোমার উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের চান্দখানা গ্রামের মৃত-নবিরুদ্দিন প্রামানিকের পুত্র এ্যাডভোকেট হবিবুর রহমান হবি (৮০) রবিবার সকাল ৭.৫০ মিনিটে ঢাকা সেনানিবাসের হাসপাতালে মৃত্যুবরন করেন..(ইন্নালিল্লাহি...রাজিউন)। ১৯৬৮ সাল থেকে তিনি ওকালতি করে আসছেন। এবং নীলফামারী জেলা শহরের উকিল পাড়ায় বসবাস করতেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও চার মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।  সোমবার সকাল সারে দশটায় নীলফামারী জজ কোর্টের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে মরহুমের লাশ নিয়ে আসা হয় তার গ্রামের বাড়িতে। দুপুর আড়াইটায় জানাজায় শরীক হন, নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন, নীলফামারী বার-কাউন্সিলের সাধারণ সম্পাদক, নীলফামারী, ডোমার, ডিমলা সহ বিভিন্ন এলাকার রাজনৈতিক দলের নেতা, বিশিষ্ট সমাজ সেবক ও অত্র উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাদা-দাদি ও বাবা-মার কবরের পাশেই দাফন কাজ সম্পূর্ণ করা হয়। । 

তার এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন, কেতকীবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক প্রামানিক দিপু, ডোমার ও চিলাহাটি প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃবুন্দ।


পুরোনো সংবাদ

নীলফামারী 3016350322952124825

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item