কিশোরগঞ্জে বোমা মেশিন দিয়ে বালু তোলায় ৫০ হাজার টাকা জরিমানা


মোঃ শামীম হোসেন বাবু,কিশোরগঞ্জ(নীলফামারী)সংবাদদাতাঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও  সহকারী কমিশনার ভুমি মেহেদী হাসান। সোমবার বিকালে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে বোমা মেশিনের বিভিন্ন সরঞ্জাম ভেঙ্গে দেয়া হয়। এসময় বোমা মেশিনের মালিকসহ অন্যরা পালিয়ে যায়। জমির মালিক রিক্তা বেগমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

কিশোরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভুমি মেহেদী হাসান বলেন,  কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের কাচারীপাড়া গ্রামে পানি উন্নয়ন বোর্ডের এস সেভেনটি ক্যানেল সংলগ্ন জমিতে  দুইটি বোমা মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় বোমা মেশিনের মালিক পালিয়ে যাওয়ায় জমির মালিক রিক্তা বেগমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।  জরিমানার টাকা পরিশোধ করতে দেড়ি হওয়ায় তাকে মহিলা পুলিশ দিয়ে আটক করে সহকারী কমিশনার ভুমির কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। জরিমানা টাকা পরিশোধ করলে তাঁকে ছেড়ে দেয়া হবে। 


পুরোনো সংবাদ

নীলফামারী 7175056112961729101

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item