পার্বতীপুরে অজ্ঞান পাটির খপ্পর থেকে ট্রেনযাত্রী উদ্ধার


এম এ আলম বাবলু, পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি : 

দিনাজপুরের পার্বতীপুরে অজ্ঞান পাটির খপ্পর থেকে উদ্ধারকৃত ট্রেনযাত্রীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ শনিবার দুপুরে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল-মামুন অজ্ঞান পাটির খপ্পর থেকে উদ্ধারকৃত ট্রেনযাত্রী আশরাফুল ইসলাম (২৮)কে তার পরিবারের হাতে তুলে দেন। 

জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে সান্তাহার ষ্টেশনে আসার উদ্দেশ্যে ঢাকা থেকে ট্রেনে উঠে নওগাঁ জেলা সদরের শাহাপুর এলাকার আব্দুল হামিদের পুত্র আশরাফুল ইসলাম। ট্রেনে অজ্ঞান পাটির সদস্যরা যাত্রীবেশে পাশে বসে বন্ধুত্ব গড়ে তোলার এক পর্যায়ে পানিয় খাবারের মধ্যে চেতনা নাশক ওষুধ মিশিয়ে তা পান করিয়ে অজ্ঞান করে তার কাছে থাকা মোবাইল ফোন টাকা ও ব্যাগ হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। ট্রেনে কর্তব্যরত রেলওয়ে পুলিশ অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে পার্বতীপুর রেলওয়ে থানায় নিয়ে আসে এবং পার্বতীপুর উপজেলা সরকারী হাসপাতালে চিকিৎসা শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করে।  


পুরোনো সংবাদ

নির্বাচিত 7273578373341823128

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item