বীরগঞ্জে ৪ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে কুড়িটাকিয়া খাল পুনঃখনন ও রেগুলেটর নির্মাণ কাজের উদ্বোধন


হাসান জুয়েল,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥
- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ৪ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে ৩ কিলো ৪’শ মিটার কুড়িটাকিয়া খাল পুনঃখনন ও রেগুলেটর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

মুজিব শতবর্ষের উপহার হিসেবে ২৬ ফেব্রুয়ারি ২০২১ শুক্রবার বিকেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র বাস্তাবয়নে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোঞ্জন শীল গোপাল এর উদ্বোধন করেন।

এরপর কুড়িটাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলার ৪ নং পাল্টাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. তহিদুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা প্রকৌশলী মো. আব্দুল মান্নাফ, বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, ৪ নং পাল্টাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, করোনা ভ্যাকসিন আসার আগে থেকেই বিএনপি নেতারা সমালোচনায় মুখর থাকলেও এখন তারা টিকা নিতে শুরু করেছেন। এরই মধ্যে টিকা নিয়েছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদসহ সিনিয়র নেতারা। সবচেয়ে বড় সমালোচক রুহুল কবীর রিজভীও টিকা নিয়ে স্বীকার করছেন না। তার মতো অনেক নেতাই টিকা নিয়ে অস্বীকার করছেন। তিনি বলেন, যারা দেশের কখনও উন্নতি চায়নি তারাই বিভিন্ন সময় দেশের উন্নয়নে ষড়যন্ত্র করে। উস্কানিমূলক কথা বার্তা বলে। তাই দেশে ষড়যন্ত্রকারীদের দেশ প্রেমের ভ্যাকসিন দিতে হবে।


পুরোনো সংবাদ

দিনাজপুর 2610506572047411677

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item