নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় কৃষক নিহত


ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী॥
নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় নুরুল ইসলাম (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার(১৭ ফেব্রুয়ারী) রাত আটটার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের জেলা সদরের শেখের মসজিদ নামক এলাকায় ওই দূর্ঘটনাটি ঘটে। নিহত নুরুল ইসলাম জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের মধ্য সুটিপাড়া গ্রামের মৃত নেছার মামুদের ছেলে। 

আজ বুধবার(১৮ ফেব্রুয়ারী/২০২১) দুপুরে পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন। 

ওই ঘটনায় ভ্যানচালক এনামুল ইসলাম (৩৫) গুরুতর আহত হলে তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে জেলা সদরের ফুলতলা এলাকা থেকে ভ্যানরিক্সা যোগে তিনি নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় শেখের মসজিদের সামনে বিপরীতমুখী পিকআপ এর সঙ্গে ওই ভ্যানরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই কৃষক ও ভ্যান চালক গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করলে কৃষক নুরুল ইসলামে অবস্থা আশংকাজনক হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। 

নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ-উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। পিকআপটিকে আটকের চেষ্টা চলছে। #


পুরোনো সংবাদ

নীলফামারী 1179520584376310298

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item