খলেয়ায় সুশীল সমাজ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত


হাবিবুর রহমান সেলিম, পাগলাপীরঃ
রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের উত্তর খলেয়ায় নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ এবং কিশোরদের অংশগ্রহনে সুশীল সমাজ ও সেবাদানকারীদের সঙ্গে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর  সাড়ে ১২ টায় ঐতিহ্যবাহী খয়ের উদ্দিন অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের হলরুমে পায়রাবন্দ আদর্শ মানব উন্নয়ন সংস্থার আয়োজনে ব্র্যাকের জেন্ডার জাস্টিজ এন্ড ডাইজার সিটি কর্মসূচীর আওতায় অনুষ্ঠিত হয় উক্ত মত বিনিময় সভাটি। এতে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন গ্রাসরুট কো-অপারেশন (উত্তর খলেয়া, সদর, রংপুর) এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মোঃ নাসির উদ্দিন রাসেল (অধ্যাপক)। শিক্ষক অধীর চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভার আলোচনা সভায় অংশগ্রহন করেন পায়রাবন্দ আদর্শ মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আব্দুর রহিম মুকুল ব্র্যাক এর আঞ্চলিক ব্যবস্থাপক সেলিনা বেগম, দুঃস্থ্য উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ চান মিয়া, বৈশাখী সমাজ কল্যান সংস্থার নির্বাহী পরিচালক মনোরঞ্জন রায়, অবসরপ্রাপ্ত শিক্ষক এমদাদুল হক, রাজনীতিবীদ কমরেড মফিজুর রহমান, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য দুলালী বেগম, পাগলাপীর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও আহবায়ক হাবিবুর রহমান সেলিম সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশাজীবি মহল। সার্বিক সহযোগিতায় ছিলেন গ্রাসরুপ কো-অপারেশন এর পরিচালক আনন্দ পল্লব, খয়ের উদ্দিন অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসরাত জাহান মনিকা। সভায় স্থানীয় রাজননৈতিক নেতৃবৃন্দ, ইমাম, কাজী, শিক্ষক ও স্থানীয় সংস্থার নির্বাহী পরিচালকগন উপস্থিত ছিলেন। বক্তাগন বাল্যবিবাহ ও নারী এবং শিশু নির্যাতন প্রতিরোধে এ ধরনের আয়োজনের জন্য ব্র্যাক সহ আয়োজক সংস্থাকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহনের অঙ্গীকার করেন। 


পুরোনো সংবাদ

রংপুর 1614796676609728936

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item