বাংলাদেশকে উন্নত করতে হলে কৃষিকে উন্নত করতে হবে-.......কৃষি মন্ত্রী


মোঃ মোজাহারুল আলম জিন্নাহ্ (রানা),সিনিয়র রিপোর্টার-

কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশকে উন্নত করতে হলে কৃষিকে উন্নত করতে হবে।  দেশের উন্নয়নের জন্য কৃষিকে এখন যান্ত্রিকরণ করা হচ্ছে। কৃষিতে অধিক ফলনের জন্য এর কোন বিকল্প নেই। এক সময় দেশে অভাব ছিল,  কৃষিকে আধুনিকীকরন করায় এখন উৎপাদন বেড়েছে, ফলে এখন আর খাদ্যের অভাব নেই। সরকার কৃষির কল্যানে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু গরীব ও দুখী মানুষের দুর্দশা লাঘবে কাজ করেছেন। সরকার কুষি খাতে ৩ হাজার কোটি টাকা বরাদ্ধ দিয়েছে। ২৮ লাক্ষ টাকার হারভেসটিং মেশিন সরকার কৃষকদের মাঝে ১৪ লাক্ষ টাকা ভ’ূ’র্তকি দিয়ে দিচ্ছে।  কৃষি পণ্যে উৎপাদন ব্যয় কমাতে কৃষিতে সরকার কৃষি যন্্েরর উপর গুরুত্ব দিচ্ছেন।  বাংলাদেশ এখন সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। বিদ্যুতে ব্যাপক উন্নতি হয়েছে। বিএনপি সরকারের রেখে যাওয়া ৪ হাজার মেগওয়াড বিদ্যুৎ এখন ২৪ হাজার মেগওয়াডে উন্নীত হয়েছে।   আলু রোপন এবং উত্তোলন জন্য হারভেষ্টার মেশিন চলে এসেছে। কৃষক এ যন্ত্র দিয়ে অল্প সময়ে এবং কম খরচে অধিক জমিতে আলু রোপন সহ উত্তোলন করতে পারবে। বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে । এ গতিকে আরও বেগবান করতে সবাইকে এক সাথে কাজ করার আহবান জানান । 


মন্ত্রী বুধবার সন্ধায় দেবীগঞ্জের প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রে এক কৃষক সমাবেশে প্রধান অথিতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর অধীনে প্রজনন বীজ উৎপাদন কেন্দ্র কৃষক সমাবেশের আয়োজন  করেন। 

ড.মোঃ নাজিরুল ইসলাম মহাপরিচালক বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সমাবেশে সভাপতিত্ব কনের। এতে বিশেষ অথিতির বক্তব্য রাখেন,কৃষি মন্ত্রনালয়ের সচিব মেসবাহুল ইসলাম, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান সায়েদুল ইসলাম, কৃষিবিদ ড.শেখ সোহাগ বখতিয়ার, জেলা প্রশাসক সাবিনা ইযাসমিন,দেবীগঞ্জ প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোঃ মহি উদ্দীন,বৈজ্ঞানিক কর্মকর্তা দিপংকর বর্মন। #


পুরোনো সংবাদ

হাইলাইটস 5738582605332847842

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item