নীলফামারী-সৈয়দপুর সড়ক উন্নয়নে ভূমি অধিগ্রহনের ১ কোটি ১৯ লাখ ৭০ হাজার টাকার চেক বিতরণ


ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী॥
নীলফামারী-সৈয়দপুর সাড়ে ১৫ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক প্রশস্ত ও মজবুতিকরণ প্রকল্পে ভূমি অধিগ্রহনে এক কোটি ১৯ লাখ ৭০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। আজ সোমবার(১৮ জানুয়ারী/২০২১) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২৯ জন ক্ষতিগ্রস্তের মাঝে ওই চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা দেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। এসময় জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার নাহিদ হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার।

জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহন কর্মকর্তা (আরডিসি) বেলায়েত হোসেন জানান, প্রকল্পটি বাস্তবায়নে ভূমি অধিগ্রহনে এর আগে এর আগে এক কোটি নয় হাজার ৭১৭ টাকার চেক প্রদান করা হয়। দ্বিতীয় দফায় সোমবার এক কোটি ১৯ লাখ ৭০ হাজার টাকার চেক প্রদান করা হলো। এখন থেকে অবশিষ্ট ক্ষতিগ্রস্তদের মাঝে ভূমি অধিগ্রহনের চেক বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে। #


পুরোনো সংবাদ

নীলফামারী 5049119467229142992

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item