রংপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা স্বাধীনতা শিক্ষক পরিষদের নব গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত


রংপুর প্রতিনিধিঃ

“শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধুর জন্মশত বর্ষ উদযাপন, শিক্ষাব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে ইবতেদায়ী মাদরাসার বর্তমান প্রেক্ষাপট ও করনীয় শীর্ষক আলোচনা সভা এবং নব গঠিত জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।


স্বাধীনতা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক পরিষদ রংপুর জেলা শাখার উদ্যাগে রোববার (১৭ জানুয়ারি) বিকেলে রংপুর নগরীর রংপুর দর্শনা মোড়স্থ বায়তুল মোকারম দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে রংপুর বিভাগের প্রবীণ শিক্ষক নেতা ও রংপুর জেলার সভাপতি সদ্য প্রয়াত মাওলানা নুরুল আবছার দুলালের জীবন কর্ম নিয়ে আলোচনা করে তাঁর রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ।


স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদ রংপুর বিভাগীয় শাখার সদস্য সচিব অধ্যাপক আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া’র সভাপতিত্বে ও কাউনিয়া উপজেলার শিক্ষক নেতা আতিয়ার রহমানের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের  ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মঈনুল ইসলাম। অনুষ্ঠানে গ্রেষ্ট অব অনার হিসাবে স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ তেলাওয়াত হোসেন খান, মূখ্য আলোচক ও প্রধান বক্তা ছিলেন যথাক্রমে স্বাধীনতা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক পরিষদ কেন্দ্রীয় সভাপতি এসএম জয়নুল আবেদীন জিহাদী, মহাসচিব তাজুল ইসলাম ফরাজী। বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক গাওহারুল ইসলাম, সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মো: নুরুজ্জামান, সদস্য শাহজাহান হোসেন সাজু, বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলার নেতা গোলাম আজম, পীরগাছা উপজেলার নেতা শহিদুল ইসলাম, ক্বারী মোকাদ্দেস আলী, কাউনিয়া উপজেলার শিক্ষক নেতা আব্দুল মমিন জিহাদী, গাজীউর রহমান, রংপুর সদরের সাইফুল ইসলাম, , মিঠাপুকুরের মোকছেদ আলী, তারাগঞ্জে আব্দুস সালাম প্রমুখ। এছাড়াও রংপুর জেলার বিভিন্ন উপজেলার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 

পরে আতিয়ার রহমানকে সভাপতি ও শহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট স্বাধীনতা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক পরিষদ রংপুর জেলা শাখার কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 3206841591729578058

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item