জলঢাকায় বই বিতরণের উদ্বোধন


মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
"শিক্ষা নিয়ে গড়ব দেশ - শেখ হাসিনার বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায়  নীলফামারীর জলঢাকা উপজেলায় বই বিতরণের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার আলহাজ্ব মোবারক হোসেন অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর প্রতিবন্ধী এক শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। এসময় উপস্থিত ছিলেন তিনি মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক ওবায়দুল্লাহ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক জানান, করোনা ভাইরাস সংক্রমণের কারনে ২০২১ শিক্ষাবর্ষে উপজেলার ৫২টি স্কুল ও ২৯ টি মাদরাসায় ৪০ হাজার শিক্ষার্থীর মাঝে ১২ দিনের মধ্য পর্যায়ক্রমে ৮ লাখ বই বিতরন করা হবে। এদিকে উপজেলায় প্রাথমিক পর্যায়ে ৭৯ হাজার ৫ শত শিক্ষার্থীর মাঝে ৩ লাখ ৪২ হাজার বই বিতরণ করা হবে বলে জানান উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ। অপরদিকে জলঢাকা মডেল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বই বিতরনের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এসময় উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান ও উপজেলা মাধ্যমিক  শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক উপস্থিত ছিলেন।        

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 5112188554654074293

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item