সৈয়দপুরে ব্যারিস্টার মোকছেদুল ইসলামের মায়ের ইন্তেকাল


তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 সুপ্রীম কোর্ট এর আইনজীবী ব্যারিস্টার মো. মোকছেদুল ইসলামের মা ফাতেমা খাতুন বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার ভোরে নীলফামারীর সৈয়দপুর শহরের বাঙ্গালীপুর বানিয়াপাড়াস্থ এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি চার ছেলে, তিন মেয়ে সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্যক আত্মীয়-স্বজন,শুভাঙ্খাকী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার বাদ জোহর  তাঁর জানাজার নামাজ গ্রামের বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলার ১ নম্বর আলমপুর ইউনিয়নের দোয়ালীপাড়ায় অনুষ্ঠিত হয়। তাঁর জানাজার নামাজে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমাকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

তাঁর মৃত্যুতে  নীলফামারী - ৪ আসনের সাবেক সাংসদ আলহাজ¦ মো. শওকত চৌধুরী, নীলফামারী জেলা পরিষদ সদস্য মো. শামীম চৌধুরী, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহসিনুল হক মহসিন, সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বাবু, নীলফামারী জেলা আওয়ামী লীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক  অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন,  তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আতিয়ার রহমান,সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, আলমপুর ইউপি চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন,সৈয়দপুরের শিল্পপতি আলহাজ¦ মো. জিকরুল হক, ব্যবসায়ী মো. আজমল সরকার, সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন লুতু,কামারপুকুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ ইউনিয়ন সাধারণ সম্পাদক জিকো আহমেদ,কামারপুকুর ইউনিয়ন আওয়ামী লীগ নেকা নেতা আহসান-উল-হক বাবু প্রমূখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

প্র্রসঙ্গত,মরহুমা ফাতেমা বেগম ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডেও (পাউবো) প্রধান প্রকৌশলী মো. শরীফ আল-কামালের এবং  রংপুরের তারাগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো.  মোজাহেদুল ইসলাম জাহিদের মা।


পুরোনো সংবাদ

নীলফামারী 7591972678141870456

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item