ডোমারে নারী উদ্যোক্তা সেফ গ্রুফ অব স্যানি মার্ট কোম্পানীর বিপনণ সহায়ক কেন্দ্র উদ্বোধন


আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টার-
নীলফামারীর ডোমার পৌরসভার কলেজপাড়ায় আজ বৃহস্পতিবার দুপুরে “পড়ারফ-১৯” সি এম এস এমই প্রনোদণা প্যাকেজ ঋন সহায়তায় এসএসএন  স্যানিটারী  ন্যাপকিনের কাচাঁমাল সরবরাহ -২০২১ শুভ উদ্বোধন

করেছেন ডোমার উপজেলা নিবার্হী অফিসার শাহিনা শবনম । অনুষ্টানটি আয়োজন করে সেফ  গ্রুফ অব স্যানি মার্ট কোম্পানী ,নীলফামারী এর গ্রামীন নারী উদ্যোক্তা ।

সেফ  গ্রুফ অব স্যানি মার্ট কোম্পানীর  ব্যবস্থাপনা পরিচালক ,সিইও,এবং উদ্যোক্তা আবু আসাদের সভাপতিত্বে এ অনুষ্টানে বক্তব্য রাখেন ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ,ডোমার সোনালী ব্যাংক লিঃ এর শাখা ব্যবস্থাপক জান্নাতুন আরিফ ,বামুনিয়া সেফ  গ্রুফ অব স্যানি মার্ট কোম্পানীর নিবার্হী পরিচালক রুবিনা আখতার ,গোমনার্তী সেফ  গ্রুফ অব স্যানি মার্ট কোম্পানীর নিবার্হী পরিচালক আনোয়ারা বেগম প্রমুখ । এ অনুষ্টানে ডোমার উপজেলা নিবার্হী অফিসার শাহিনা শবনম বলেন,নারীদের স্বাস্থ্য অত্যান্ত গুরুত্বপূর্ন ।অস্বাস্থ্যকর ন্যাপকিন ব্যবহারের কারনে জরায়ু ক্যান্সার বেড়ে গেছে ।নারীরা যখন অনৈতিক স্বাবলন্বী হয় ,তখন সমাজ উন্নয়ন হয় ।নারীদের আয়ের একটা অংশ শিশুদের শিক্ষায় ব্যবহার করতে হবে ।


পুরোনো সংবাদ

নীলফামারী 2733130252070102690

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item