নাগেশ্বরীতে ৮০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারী আটক


হাফিজুর রহমান হৃদয়,কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকবিরোধী অভিযানে ৮০ বোতল ফেনসিডিলসহ আব্দুর রাজ্জাক (২৪) নামের এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। সে নাগেশ্বরী পৌরসভার কামার পাড়া এলাকার আব্দুল করিমের ছেলে। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত পৌনে ১২ টার দিকে পৌর শহরের বলদীটারী এলাকার বেলাল হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৫ জন পালিয়ে গেলেও আটক হয় আব্দুর রাজ্জাক। এ সময় ট্রাভেল ব্যাগে রাখা ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় আব্দুর রাজ্জাকসহ পলাতক ৫জনের নামে মামলা হয়েছে। পলাতক আসামীরা হলেন, নাগেশ্বরী পৌরসভার বলদিটারী এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে বেলাল হোসেন (৪০), দেলোয়ার হোসেন (৩৫), মিন্টু মিয়া (৩২), বিদ্যুৎপাড়া এলাকার মাখরার ছেলে রুবেল মিয়া এবং ছিলাখানা ধনীরপাড় এলাকার হারুন অর-রশিদ।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রওশন কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ধৃত আব্দুর রাজ্জাকসহ পলাতক অপর ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে।


পুরোনো সংবাদ

নির্বাচিত 7724361056895786269

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item