কুড়িগ্রাম-৩ আসনের এমপি অধ্যাপক .এ মতিন করোনা পজেটিভ
https://www.obolokon24.com/2020/08/kurigram_3.html
কুড়িগ্রাম-৩ উলিপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের ফলাফল অনুযায়ী তার শরীরে কভিড-১৯ এর অস্তিত্ব পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার।
সূত্র জানায়, গত কয়েকদিন ধরে সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন করোনা উপসর্গ জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। পরে উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করেন। শুক্রবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের ফলাফলে তার নমুনায় কভিড-১৯ এর অস্তিত্ব পাওয়া যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার বলেন, করোনা পজেটিভ রিপোর্ট আসলেও তিনি বর্তমানে সুস্থ আছেন।