কু‌ড়িগ্রা‌ম-৩ আস‌নের এম‌পি অধ‌্যাপক .এ ম‌তিন ক‌রোনা প‌জে‌টিভ


হাফিজুর রহমান হৃদয়,   কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধিঃ
কু‌ড়িগ্রা‌ম-৩  উ‌লিপুর আস‌নের সংসদ সদস‌্য অধ‌্যাপক এম এ ম‌তিন  ক‌রোনাভাইরা‌সে আক্রান্ত হ‌য়ে‌ছেন। শুক্রবার রংপুর মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের পি‌সিআর ল‌্যা‌বের ফলাফল অনুযায়ী তার শরী‌রে কভিড-১৯ এর অ‌স্তিত্ব পাওয়া যায়। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন উপ‌জেলা স্বাস্থ‌্য ও পরিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার। 

সূত্র জানায়, গত ক‌য়েক‌দিন ধ‌রে সংসদ সদস‌্য অধ‌্যাপক এম এ ম‌তিন ক‌রোনা উপসর্গ জ্বর ও শ্বাসক‌ষ্টে ভুগ‌ছি‌লেন। প‌রে উপ‌জেলা স্বাস্থ‌্য বিভাগ তার নমুনা সংগ্রহ ক‌রেন। শুক্রবার রংপুর মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের পি‌সিআর ল‌্যা‌বের ফলাফলে তার নমুনায় কভিড-১৯ এর অ‌স্তিত্ব পাওয়া যায়।

উপ‌জেলা স্বাস্থ‌্য ও পরিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার ব‌লেন, ক‌রোনা প‌জে‌টিভ রিপোর্ট আস‌লেও তি‌নি বর্তমা‌নে সুস্থ আ‌ছেন।


পুরোনো সংবাদ

হাইলাইটস 1277237273992034785

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item