পার্বতীপুরে শোক সভা
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে শোক সভা করেছে পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগ।
আজ শুক্রবার (২১আগষ্ট) বিকেল ৩ টায় দলীয় কার্যালয়ে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে এই শোক সভার আয়োজন করা হয়৷
পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সন্মানিত চেয়ারম্যান আলহাজ্জ্ব হাফিজুল ইসলাম প্রামানিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ সভাপতি আব্দুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক আমিরুল মোমেনিন মোমিন, রুহুল আমিন, শিক্ষা সম্পাদক শহিদুল হক, সহ দপ্তর সম্পাদক মমিনুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সভাপতি মোশাররফ হোসেন সমাজ, সম্পাদক গোলাম ফারুক অভি, সরকারী বঙ্গবন্ধু হাই স্কুলের প্রধান শিক্ষক মোক্তারুল আলমসহ বিভিন্ন স্তরের নেতা কর্মীবৃন্দ৷
অনুষ্ঠিত শোক সভায় শহীদদের স্মরনে ১মিনিট নিরবতা পালনসহ আলোচনা করা হয় এবং জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়৷