২১ আগস্টের নিহতদের স্মরণে কুড়িগ্রামে মোমবাতি প্রজ্জলন
https://www.obolokon24.com/2020/08/blog-post_99.html
ঢাকায় ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতের স্বরণে মোমবাতি প্রজ্জলন করা হয়েছে। কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের আয়োজনে রাত ১২টা ১মিনিটে কুড়িগ্রাম মুক্তিযোদ্ধা স্মৃতি কমপ্লেক্সের সামনে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, জেলা যুবলীগ আহ্বায়ক রুহুল আমিন দুলাল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব প্রমুখ।
এসময় গ্রেনেড হামলায় নিহত বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন ও দোয়া করা হয়। একইসাথে এর সাথে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবীতে শ্লোগান তোলেন নেতাকর্মীরা।