জলঢাকায় ৩ নারী স্বাস্থ্যকর্মীসহ ৪ জনের করোনা পজেটিভ

মর্তুজা ইসলাম , জলঢাকা প্রতিনিধিঃ

নীলফামারীর জলঢাকা উপজেলায় ঢাকা  পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় নতুন করে ৩ জন নারী স্বাস্থ্যকর্মীসহ ৪ জনের দেহে করোনা পজেটিভ ধরা পরেছে। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকা পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায়  নতুন করে এই ৪ জনের দেহে করোনা পজেটিভ ধরা পরে। এ নিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৩ জনে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার  ঢাকা ল্যাব থেকে আসা নমুনা টেস্টে নতুন করে এই ৪ জনের শরীরে  করোনা পজেটিভ আসে। তারা ৬ ও ৭ জুলাই নমুনা দিয়েছিল। এরমধ্যে জলঢাকা হাসপাতালের ৩ জন স্বাস্থ্যকর্মী। এরা হলেন নার্স রুমা, স্বাস্থ্য সহকারী কামরুন নাহার ও আয়া মহেছেনা। অপরজন হলেন নার্স মমতার পিতা টিএনটি কর্মকর্তা মমিনুর রহমান। এর আগে নার্স মমতা করোনা পজেটিভ হয়ে আইসোলেশন চিকিৎসাধীন আছে। এনিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮৩ জন। এর মধ্য ২ জন মারা গেছে।

পুরোনো সংবাদ

হাইলাইটস 5593719690989110863

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item