সামান্য বৃষ্টিপাতে পাগলাপীরে হাইওয়ে সড়ক ডোবায় পরিণত
https://www.obolokon24.com/2020/07/rangpur_9.html
হাবিবুর রহমান সেলিম, পাগলাপীর ঃ সামান্য বৃষ্টিপাতের পানিতে রংপুরের ব্যস্ততম বাণিজ্যিক বন্দর পাগলাপীরে রংপুর-দিনাজপুর-ঢাকা হাইওয়ে সড়কের দু’ধারে ডোবায় পরিণত হওয়ায় পথচারীসহ সাধারন মানুষজনের ভোগান্তি চরমে উঠেছে। জানাগেছে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিপাতের পানিতে রংপুর-দিনাজপুর-ঢাকা হাইওয়ে সড়কের পাগলাপীর বন্দরের গোল চত্ত্বরে সাথী স্টুডিও এর সামন হতে বিআরটিসি কাউন্টার ও পেট্রোল পাম্প মোড় এবং পাগলাপীর হোটেল এর সামন হতে পেট্রোল পাম্ম মোড় পর্যন্ত ২০০ফিট সড়কটির দু’ধারে হাটু পানি জমে উঠে জলাশয় ডোবায় পরিণত হয়ে পরছে। এদিকে সড়কটির দু’ধারে সামান্য বৃষ্টিপাতের পানিতে ডোবায় পরিণত হয়ে পরায় পথচারীসহ সাধারন মানুষজনের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে । কেউ কেউ বাসা বাড়ী ব্যবসা প্রতিষ্ঠানে তাড়াহুড়া করে যাওয়ার জন্য ব্যাংক, বীমাসহ নানা ব্যবসা প্রতিষ্ঠানের সামনে চলাচল করতে গিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে কথা কাটাকাটি কিংবা ঝগড়া বিবাদে জড়িয়ে নানা অপ্রতিকর ঘটনার শিকার হচ্ছে। অনেকে পানির উপর দিয়ে চলাচল করতে গিয়ে জামা কাপড় পানিতে ভিজিয়ে আপত্তিকর পরিস্থিতির শিকার হচ্ছে। আবার কেউ কেউ যানবাহনের কবলে পরে ছোট বড় সহ নানা দূর্ঘটনার শিকার হচ্ছে। রংপুর সদর উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক আসাদুজ্জামান টিটু, বিআরটিসি পাগলাপীর কাউন্টার অফিসের ব্যবস্থাপনা পরিচালক মহসীন আলী সহ পাগলাপীরের বিভিন্ন মহল সাংবাদিককে বলেন, রংপুর-দিনাজপুর-ঢাকা ও জলঢাকা-বুড়িমারী সহ পাঁচটি সড়কে পানি নিষ্কাশনের জন্য কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিপাতে সড়ক গুলোর দু’ধারের ব্যাংক, বীমা সহ নানা ব্যবসা প্রতিষ্ঠানের সামনে জলবদ্ধতা সৃষ্টি হয়ে পরছে। দীর্ঘদিন ধরে এ পরিস্থিতি বিরাজ করছে। তাই দূর্ভোগের কবল থেকে রেহাই পেতে পাগলাপীরের সচেতন মহল স্থায়ী ভাবে পানি নিষ্কাশনের জন্য ড্রেন স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।